PRESENT CONTINUOUS TENSE
কোন কাজ বর্তমানে চলিতেছে বা চলায়মান হইলে কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই বুঝাইলে verb-এর রূপের যে পরিবর্তন হয় তাহাকে Present continuous Tense বলে।
যেমন –
আমি গীতা পড়িতেছি – I am reading the Gita
তুমি বল খেলিতেছ You are playing ball.
সে বাড়ী যাইতেছে – He is going home.
তাহারা খেলা করিতেছে – They are playing.
বাংলারূপ :
বাংলা ক্রিয়ার সহিত ইতেছি, ইতেছ, ইতেছে, যুক্ত থাকিলে verb-এর Present con
tinuous tense হয়।
গঠন প্রনালী :
এই tense-এ subject বা কর্তার পরে verb ‘to be’ এর Present tense form Am. Is, Are কর্তার Person ও Number অনুসারে ব্যবহার করিতে হইবে এবং মূল ক্রিয়া বা verb এর সহিত ing যুক্ত হইবে।
Am, is, are এর Singular ও Plural ব্যবহার।
Singular
Plural
We are
First Person
Second Person
I am
You are
You are
Third Person
Third Person
E
t
র
If
মি
He/she/it is
They are
Cow is
Cows are