Present Indefinite Tense

Present Indefinite Tense

Present Indefinite Tense

বর্তমান কালে কোন কাজ অনির্দিষ্ট সময় যদি হয় বা হইয়া থাকে বুঝায় তবে তাহাকে Present Indefinite Tense বলে। যেমন আমি জল খাই I drink Water

তুমি কাজ কর – You do the work সে বই পড়ে – He reads book

এইরূপ ক্ষেত্রে বাংলা ক্রিয়ার ই, য়, এ রূপ মিলিত হইয়া ক্রিয়া এইরূপ হইলে Present

indefinite tense হয়। যেমন খাই, যাই, কর প্রভৃতি। গঠন করিবার নিয়ম ঃ এইরূপক্ষেত্রে

subject বা কর্তার পরে মূল verb-এর Present tense form ব্যবহৃত হয়। Subject বা

কর্তা যদি third person, singular number, হয় তবে verb-এর সহিত ‘s’ অথবা ‘es’ যুক্ত করিতে হইবে। কিন্তু চিরন্তন সত্য ও অভ্যাসগত কাজ বুঝাইলে present indefinite tense হয়। যেমন সে প্রতিদিন গঙ্গায় স্নান করে He bathes in the Ganges every day.

সূৰ্য্য পশ্চিমদিকে অস্ত যায় – The sun sets in the west.

ব্যতিক্রম :

(1) অতীতের কোন ঐতিহাসিক ঘটনা স্পষ্টভাবে প্রকাশ করিবার জন্য Present In definite tense ব্যবহার করিতে হয়। ইহাকে ঐতিহাসিক বর্তমান বলে। যেমন- পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ পরিচালনা করেন The Prime Minister of Pakistan himself leads the battle. (2) অনুজ্ঞাসূচক বাক্যে ভবিষ্যত ক্রিয়া থাকিলে Present indefinite tense হয়।

সর্বদা পিতামাতার বাধ্য থাকিবে – Always obey your parents.

(3) অদূর ভবিষ্যত বুঝাইলে Present indefinite tense হবে। যেমন আমি
[01/08, 9:15 am] সংস্কৃত শিক্ষা কেন্দ্র: PW

Master Guide of Tense

আগামীকাল দিল্লী হওনা হইব – I start for Delhi tomorrow. (4) Present Perfect tense অনেক সময় Present indefinite রূপে ব্যবহৃত হয়।

যেমন

তিনি বাজারের দিকে গিয়াছেন – He goes to the market. আমি অসুস্থ হইয়াছি – I feel uneasy.

Leave a Comment