Present Indefinite Tense
Present Indefinite Tense
বর্তমান কালে কোন কাজ অনির্দিষ্ট সময় যদি হয় বা হইয়া থাকে বুঝায় তবে তাহাকে Present Indefinite Tense বলে। যেমন আমি জল খাই I drink Water
তুমি কাজ কর – You do the work সে বই পড়ে – He reads book
এইরূপ ক্ষেত্রে বাংলা ক্রিয়ার ই, য়, এ রূপ মিলিত হইয়া ক্রিয়া এইরূপ হইলে Present
indefinite tense হয়। যেমন খাই, যাই, কর প্রভৃতি। গঠন করিবার নিয়ম ঃ এইরূপক্ষেত্রে
subject বা কর্তার পরে মূল verb-এর Present tense form ব্যবহৃত হয়। Subject বা
কর্তা যদি third person, singular number, হয় তবে verb-এর সহিত ‘s’ অথবা ‘es’ যুক্ত করিতে হইবে। কিন্তু চিরন্তন সত্য ও অভ্যাসগত কাজ বুঝাইলে present indefinite tense হয়। যেমন সে প্রতিদিন গঙ্গায় স্নান করে He bathes in the Ganges every day.
সূৰ্য্য পশ্চিমদিকে অস্ত যায় – The sun sets in the west.
ব্যতিক্রম :
(1) অতীতের কোন ঐতিহাসিক ঘটনা স্পষ্টভাবে প্রকাশ করিবার জন্য Present In definite tense ব্যবহার করিতে হয়। ইহাকে ঐতিহাসিক বর্তমান বলে। যেমন- পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ পরিচালনা করেন The Prime Minister of Pakistan himself leads the battle. (2) অনুজ্ঞাসূচক বাক্যে ভবিষ্যত ক্রিয়া থাকিলে Present indefinite tense হয়।
সর্বদা পিতামাতার বাধ্য থাকিবে – Always obey your parents.
(3) অদূর ভবিষ্যত বুঝাইলে Present indefinite tense হবে। যেমন আমি
[01/08, 9:15 am] সংস্কৃত শিক্ষা কেন্দ্র: PW
Master Guide of Tense
আগামীকাল দিল্লী হওনা হইব – I start for Delhi tomorrow. (4) Present Perfect tense অনেক সময় Present indefinite রূপে ব্যবহৃত হয়।
যেমন
তিনি বাজারের দিকে গিয়াছেন – He goes to the market. আমি অসুস্থ হইয়াছি – I feel uneasy.