শহর দুর্গাপুর স্টিল প্লান্ট হসপিটালে নার্সদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
৫১ জন নার্সকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবে দুর্গাপুর স্টিল প্লান্ট হসপিটাল। প্রশিক্ষণের মেয়াদ দেড় বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ ৩ থেকে ৫ ডিসেম্বর।
বিজ্ঞপ্তি নম্বর
এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর DSP/HR-NW/S RECTT/PTN-2024(DEC)/DETL.
যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
প্রশিক্ষণ দেওয়া হবে আই সি ইউ, এন আই সি ইউ, বি আই সি ইউ, মেডিসিন, সার্জারি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়াল্টি, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট-সহ অন্যান্য ক্ষেত্রে।
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা নার্সিংয়ে বি এসসি। নার্স হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়স
ইন্টারভিউয়ের তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫ এবং ও বি সি-রা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড
প্রতি মাসে ১০,০০০ টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
দরখাস্ত
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান (অ্যানেক্সচার-এ) ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://sail.co.in । আবেদনপত্রের প্রিন্ট আউট নেবেন। আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের একটি ফটো সেঁটে দেবেন এবং ফর্মের নির্দিষ্ট স্থানে সই করবেন। এছাড়াও প্রার্থীকে একটি আন্ডারটেকিং (অ্যানেক্সচার-বি) পূরণ করতে হবে। আন্ডারটেকিংয়ের বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে। এটি ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ে অগ্রাধিকার
আগে-এলে-আগে সুযোগের ভিত্তিতে ৭০ জন ইন্টারভিউয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নিয়োগ ইন্টারভিউয়ের সময়
ইন্টারভিউ হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।
প্রার্থীদের ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা হল DIV School, J.M. Sengupta Road, B-Zone, Durgapur-713205.
প্রয়োজনীয় ডকুমেন্টস
ওয়াক-ইন-ইন্টারভিউয়ে সঙ্গে নিয়ে যাবেন –
- (১) পূরণ করা আবেদনপত্র।
- (২) জন্মতারিখের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল।
- (৩) আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট এবং কাস্ট-ও বি সি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
- (৪) আধার কার্ডের স্বপ্রত্যয়িত নকল।
- (৫) প্যান কার্ডের স্বপ্রত্যয়িত নকল।
- (৬) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল।
- (৭) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (থাকলে)।
- (৮) স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (পেয়ে থাকলে)।
- (৯) ইন্টার্নশিপ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (থাকলে)।
- (১০) নির্দিষ্ট বয়ানে পূরণ করা লেটার অব আন্টারটেকিং।
বিশেষ যোগাযোগ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে তাপসকুমার সাহা, ডি এম (এইচ আর-এম অ্যান্ড এইচ এস) – ০৩৪৩-২৭৪৬২২৫।