রাজস্থানের যোধপুর এইমসে অধ্যাপক
বিভিন্ন বিভাগে ৮৪ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে রাজস্থানের যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রথমে ২ বছরের প্রবেশন।
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Admn/ Faculty/01/2024-AIIMS.JDH.
নিয়োগ করা হবে এই সব বিভাগে
অ্যানেস্থিশিয়োলজি অ্যান্ড ক্রিটিকাল কেয়ার, অ্যানাটমি, বায়ো-কেমিস্ট্রি, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, কার্ডিও-থোরাসিক সার্জারি, ডার্মাটোলজি, ডায়গনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি, ইএনটি, এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, গ্যাসট্রোয়েন্টেরো- লজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল অঙ্কোলজি/ হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেও-ন্যাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, অর্থোপেডিক্স, প্যাথোলজি, পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক সার্জারি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিওলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিওথেরাপি, সার্জিক্যাল গ্যাসট্রোয়েন্টেরোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি, ইউরোলজি।
শূন্যপদের বিন্যাস
প্রফেসর – ৩১টি। অ্যাডিশনাল প্রফেসর- ১৭টি। অ্যাসোসিয়েট প্রফেসর – ২৪টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর – ১২টি। নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে।
বয়স
প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ৫৮ বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ৫০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
মূল বেতন
প্রফেসর পদের ক্ষেত্রে ১,৬৮,৯০০ টাকা, অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ১,৪৮,২০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১,৩৮,৩০০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ১,০১,৫০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aiimsjodhpur.edu.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সই আপলোড করতে হবে। অনলাইন ফর্ম যথাযথ ভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
আবেদন ফি
অনলাইনে ফি বাবদ দিতে হবে ৩,০০০ টাকা (মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০ টাকা)। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীরা ইন্টারভিউয়ে হাজির হলে ফিয়ের পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
বিশেষ নির্দেশ
শিক্ষাগত যোগ্যতা-সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।