পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Bengali Question Paper 2020, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২০ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI Bengali Question Paper 2020
১। ঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৮=১৮
১.১ কারও হুঁশ ছিল না সে ব্যাপারে’ কোন্ ব্যাপারে?
(ক) বর্গির দলের আক্রমণের ব্যাপারে
(খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে
(গ) ভুতুড়ে জেলখানায় ঘানি ঘোরালে যে তেজ বেরিয়ে যায়।
(ঘ) বিদেশের লোকেরা ভয়ংকর সজাগ আছে -সে ব্যাপারে।
১.২ মহানগরে ফিরে গল্পের কথক কোন্ রোগে আক্রান্ত হলেন?
(ক) ম্যালেরিয়া
(খ) ফাইলেরিয়া
(গ) ডেঙ্গু
(ঘ) চিকুনগুনিয়া
১.৩ জেলের ঠিকাদারদের থেকে সৌখীর রোজগার করা টাকার পরিমাণ ছিল –
(ক) আশি টাকা
(খ) নব্বই টাকা
(গ) বিরানব্বই টাকা
(ঘ) একশো টাকা
১.৪ রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায়
(ক) ১৪ মার্চ
(খ) ১৪ এপ্রিল
(গ) ১৪ নভেম্বর
(ঘ) ১৪ জুলাই
১.৫ গালিলিওকে কারারুদ্ধ করা হবে, কারণ –
(ক) তিনি যদি তাঁর ধর্মবিরোধী বিশ্বাস আঁকড়ে থাকেন
(খ) তিনি যদি তাঁর মতপ্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন
(গ) তিনি যদি তাঁর নীতিতে অটল থাকেন
(ঘ) তিনি যদি পোপকে অগ্রাহ্য করেন
১.৬ নীলধ্বজের প্রতি জনা’ পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের
(ক) একাদশতম পত্র
(গ) ত্রয়োদশতম পর
(খ) আল্লাহ্ বা ভগবান
(ঘ) পড়শি
১.৭ আরশিনগরে বাস কে করেন?
(ক) মুর্শিদ
(গ) মনের মানুষ
(খ) দ্বাদশতম পত্র
(ঘ) চতুর্দশতম পত্র
১.৮ বাণী যেথা ঘানি টানে
(ক) দিনরাত্রি
(খ) দিবারাত্রি
(গ) নিশিদিন
(ঘ) অহর্নিশ
১.৯ ‘মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি শূন্যস্থানের উপযুক্ত শব্দটি কী?
(ক) মধ্যরাতে
(খ) সাতসকালে
(গ) ভরদুপুরে
(ঘ) দুপুররাতে
১.১০ দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম –
(ক) ফণীমনসা
(খ) অগ্নিবীণা
(গ) দোলনচাপা
(ঘ) সর্বহারা
১.১১ পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল –
(ক) পেট ব্যথায়
(খ) জ্বরে
(গ) মাথার যন্ত্রণায়
(ঘ) শ্বাসকষ্টে
১.১২ ‘শিক্ষার সার্কাস’ কবিতার মূল বক্তব্য কী?
(ক) শিক্ষার স্বরূপ
(খ) শিক্ষার ধারণার প্রকাশ
(গ) শিক্ষার পরিবেশ
(ঘ) বর্তমান শিক্ষার অন্তঃসারশূন্যতা প্রকাশ।
১.১৩ সাঁওতালি ভাষার লিপির নাম
(ক) রাভা
(খ) অলচিকি
(গ) কুটিল
(খ) খরোষ্ঠী
১.১৪ চর্যাপদের ভাষাকে বলা হয় –
(ক) সন্ধ্যাভাষা
(খ) অপভ্রংশ
(গ) ব্রজবুলি
(ঘ) প্রাকৃত
১.১৫ চৈতন্যভাগবত’ গ্রন্থটির রচয়িতা –
(ক) কৃষ্ণদাস কবিরাজ
(খ) জয়ানন্দ
(গ) বৃন্দাবন দাস
(ঘ) লোচন দাস
১.১৬ ‘নবান্ন’ নাটকটির স্রষ্টা হলেন
(ক) উৎপল দত্ত
(খ) বিজন ভট্টাচার্য
(গ) ঈশ্বর গুপ্ত
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
১.১৭ বাংলা ভাষার উদ্ভব
(ক) শৌরসেনী অপভ্রংশ থেকে
(খ) মাগধী অপভ্রংশ থেকে
(গ) মহারাষ্ট্রী প্রাকৃত থেকে
(ঘ) সংস্কৃত থেকে
১.১৮ তামিল জনগোষ্ঠী হল –
(ক) দ্রাবিড় গোষ্ঠীর বংশধর
(খ) নর্ডিক আর্যগোষ্ঠীর বংশধর
(গ) আত্মীয় আর্যগোষ্ঠীর বংশধর
(ঘ) ভোট-চিনীয় গোষ্ঠীর বংশধর
২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২=১২
২.১ “এ কি কম দুঃখের কথা। ” – দুঃখের কথাটা কী?
২.২ ‘আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিদ্যুত হবেন না।’—আপনার আসল উদ্দেশ্য কী?
২.৩ সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছে ?
২.৪ গালিলিওর পিতা কোন্ কোন্ বিষয়ে কৃতবিদ্য ছিলেন?
২.৫ ‘নুন’ কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কী?
২.৬ বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখে পড়োশিনি কী বলেছিল?
অথবা,“আমি তবু পরের শ্রেণীতে যাব।” – কবি পরের শ্রেণিতে কেন যাবেন ?
২.৭ ‘মরি কর্ণ মহাযশাঃ’ – মহাযশা কৰ্ণ কীভাবে মারা যায়?
২.৮ সমগোত্ৰজ ভাষা কাকে বলে ?
২.৯ IPA-এর পুরো নাম কী ?
২.১০ কুটিল লিপি কাকে বলে?
২.১১ বাংলা ভাষার উপভাষা কয়টি ও কী কী ?
২.১২ কুঁইপু কী ?
৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১ ‘কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই; ‘ কোন্ প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই কেন? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।
৩.২ “এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা।” — কোন ‘ব্যাপারটা’র কথা বলা হয়েছে? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখো।
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৪.১ “জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে।”- প্রবন্ধকারের অনুসরণে হাওরের সেই ভেসে ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো।
৪.২ “শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গালিলিও ধরলেন এক নতুন পন্থা।”—গালিলিওর নতুন পন্থাটি কী? তাঁর জীবনের শেষ অবস্থার বর্ণনা দাও।
৫। অনধিক একশো পাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৫.১ “এ বিষম জ্বালা, দেব, ভুলিব সত্বরে।” – বক্তা কে? তাঁর ‘বিষম’ জ্বালাটি কী? কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন?
৫.২ ‘আমি বান্দা করি দেখব তারি’ বক্তা কাকে দেখতে চান? কীভাবে তার দর্শন পাওয়া যাবে?
৫.৩ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো।
৫.৪ “মাঝে মাঝে চলেও না দিন,” — কার মাঝে মাঝে দিন চলে না? দিন না চলার কারণ কী? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো। ১+2+2
৬। অনধিক একশো পাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১ “বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না।” – বাড়ির মালিকদের নাম কী? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন? ১+৪
৬.২ শিক্ষার সার্কাস’ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
৭। অনধিক একশো পঙ্গুশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10
৭.১ তাঁর রাগটা কী রকম সেইটে দেখার জন্যেই তো এ কাজ করেছি!’ – বক্তা কে? এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কী হয়? তার রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল?
৭.২ ‘তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায়মশায়ের মুখে আর কথা নেই।’ – এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন? ১+২+২
৭.৩ “যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাঁকে একটা জায়গায় ধরতে গেলেই তাঁকে হারাতে হয়।” বক্তা কে? মন্তব্যটির মর্মার্থ আলোচনা করো। ১+৪
৭.৪ “যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বৎসর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে।” – কে, কাকে উদ্দেশ করে কথাটি বলেছে? তার এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো। ১+৪
৮। অনধিক একশো পাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০
৮.১ বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এর সাহিত্যমূল্য আলোচনা করো। ১+৪
৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর -এর অবদান সম্পর্কে আলোচনা করো। ৫
৮.৩ ‘নীলদর্পণ’ নাটকের নাট্যকার কে? এটির ইংরেজি অনুবাদ করেছিলেন? নাটকটির প্রভাব উল্লেখ করো। ১+১+৩
৮.৪ লোককথা কাকে বলে? দুটি লোককথার নাম লেখো এবং যে-কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো।
৯। অনধিক একশো পাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৯.১ নব্য ভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত আলোচনা করো।
৯.২ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো। ২+৩
৯.৩ ‘হিয়েরোগ্লিফিক’ কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
আরোও পড়ুন
- Class XI Bengali Question Paper 2023
- Class XI Bengali Question Paper 2022
- Class XI Bengali Question Paper 2021
- Class XI Bengali Question Paper 2019
- Class XI Bengali Question Paper 2018
- Class XI Bengali Question Paper 2017
- Class XI Bengali Question Paper 2016
- Class XI Bengali Question Paper 2015
- Class XI Bengali Question Paper 2014