পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Bengali Question Paper 2023, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৩ উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI Bengali Question Paper 2023 (একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৩)
নতুন পাঠক্রম বাংলা ‘ক’ ভাষা (2023)
সময়: ৩ ঘন্টা ১৫ মিনিট ]
পূর্ণমান: ৮০
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
- পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
- বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
- উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
১. ঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৮=১৮
(i) আগেভাগে ভূতে পেয়ে বসেছে –
- (ক) সমাজকে
- (খ) ওঝাকে
- (গ) মাসিপিসিদের
- (ঘ) অর্বাচীনদের
উত্তরঃ- (খ) ওঝাকে।
(ii) যামিনির মা তেলেনাপোতাকে বলেছে-
- (ক) মৃত্যুপুরী
- (খ) স্বর্গপুরী
- (গ) পাতালপুরী
- (ঘ) প্রেতপুরী
উত্তরঃ- (ঘ) প্রেতপুরী।
(iii) সৌখী জেলে গিয়েছে আজ কতবছর হল-
- (ক) তিন বছর
- (খ) সাত বছর
- (গ) এগারো বছর
- (ঘ) পাঁচ বছর
উত্তরঃ- (ঘ) পাঁচ বছর।
(iv) গোরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কী বাজাচ্ছিল?
- (ক) মাদল
- (খ) খোল-করতাল
- (গ) তবলা
- (ঘ) ক্যানেস্তারা
উত্তরঃ- (ঘ) ক্যানেস্তারা।
(v) ‘পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়’ এখানে যার কথা বলা হয়েছে—
- (ক) সৌখী
- (খ) সৌখীর মা
- (গ) সৌখীর বাবা
- (ঘ) সৌখীর বউ
উত্তরঃ- (খ) সৌখীর মা।
(vi) সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে—
- (ক) সমুদ্র
- (খ) অরণ্য
- (গ) বালির ঢিপি আর পাহাড়
- (ঘ) গম্বুজ
উত্তরঃ- (গ) বালির ঢিপি আর পাহাড়
(vii) ‘১৬০৯ সালে ঘটলো এক নতুন ব্যাপার’- নতুন ব্যাপারটি হল-
- (ক) দূরবীন আবিষ্কার
- (খ) আহ্নিক গতি আবিষ্কার
- (গ) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার
- (ঘ) চশমা আবিষ্কার
উত্তরঃ- (ক) দূরবীন আবিষ্কার।
(viii) কোন্ মাছ দেখে লেখকের হাওরের বাচ্ছা মনে হয়েছিল ?
- (ক) তিমি
- (খ) বনিটো
- (গ) ইলিশ
- (ঘ) ডলফিন
উত্তরঃ- (খ) বনিটো।
(ix) ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় পার্থকে নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন?
- (ক) নারায়ণ
- (খ) শিব
- (গ) ব্রহ্মা
- (ঘ) ইন্দ্ৰ
উত্তরঃ- (ক) নারায়ণ।
(x) ‘পুণ্যবেদীর শূন্যে’কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে ?
- (ক) হাজার বছর
- (খ) একশত বছর
- (গ) দেড়শত বছর
- (ঘ) তিনশত বছর
উত্তরঃ- (গ) দেড়শত বছর।
(xi) আমাদের দিন চলে যায়—
- (ক) হেসে কেঁদে
- (খ) দুঃখ করে
- (গ) সাধারণ ভাত কাপড়ে
- (ঘ) বাজার করে
উত্তরঃ- (গ) সাধারণ ভাত কাপড়ে।
(xii) লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল-
- (ক) একশো যোজন
- (খ) কয়েক মাইল
- (গ) হাজার যোজন
- (ঘ) লক্ষ যোজন
উত্তরঃ- (ঘ) লক্ষ যোজন।
(xiii) থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল –
- (ক) জাদু
- (খ) ধৈর্য্য
- (গ) মন্ত্র
- (ঘ) জলপড়া
উত্তরঃ- (খ) ধৈর্য্য।
(xiv) চর্যাপদ আবিষ্কার করেছিলেন –
- (ক) প্রবোধচন্দ্র সেন
- (খ) হরপ্রসাদ শাস্ত্রী
- (গ) মুনি দত্ত
- (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ- (খ) হরপ্রসাদ শাস্ত্ৰী।
(Xv) ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রচয়িতার নাম—
- (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- (গ) বুদ্ধদেব বসু
- (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ- (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়।
(xvi) ‘বীরবল’ ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন
- (ক) কালীপ্রসন্ন সিংহ
- (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- (গ) অন্নদাশঙ্কর রায়
- (ঘ) প্রমথ চৌধুরী
উত্তরঃ- (ঘ) প্রমথ চৌধুরী।
(xvii) সাঁওতালি ভাষার লিপির নাম-
- (ক) রাভা
- (খ) অলচিকি
- (গ) কুটিল
- (ঘ) খরোষ্ঠী
উত্তরঃ- (খ) অলচিকি।
(xviii) অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল-
- (ক) রাঢ়ি
- (খ) বঙ্গালি
- (গ) কামরূপী
- (ঘ) ঝাড়খন্ডী
উত্তরঃ- (ক) রাঢ়ি।
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়): ১×১২=১২
(i) মরণকালে বুড়ো কর্তার দুঃখ হল কেন?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কর্তার ভূত’ গল্পে বুড়ো কর্তার মরার সময় হয়েছে। দেশের সবাই বুড়োকে জানাল যে, বুড়ো মারা গেলে তাদের কী দশা হবে। এ কথা শুনেই বুড়ো কর্তার বড়ো দুঃখ হলো।
(ii) ‘নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না।’- কেন?
উত্তরঃ- জেলফেরত ছেলেকে সকালে কী খেতে দেবে সেই চিন্তায় বুড়ির অর্থাৎ সৌখির মায়ের ঘুম আসছিল না।
(iii) ‘ও এক পড়শী বসত করে’- পড়শী কোথায় বসত করে?
উত্তরঃ- পড়শী আর্শিনগরে বাস করে।
(iv) খেতে বসে রাগ চড়ে যায় কেন?
উত্তরঃ- জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায়, যখন রাতদুপুরে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষেরা বাড়ি ফিরে ঠান্ডা ভাতে একটু নুন পায় না তখন তাদের রাগ চড়ে যায়।
(v) ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় বিধির বেতার-মন্ত্র কী?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে ‘বিধির বেতার-মন্ত্র’ হল স্বাধীনতার বার্তা।
(vi) ‘মরি কর্ণ মহাযশাঃ’ – মহাযশা কর্ণ কীভাবে মারা যায়?
উত্তরঃ- কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যখন কর্ণের রথের চাকা পৃথিবী গ্রাস করেছিল এবং ব্রহ্মশাপের ফলে কর্ণ বিকল হয়ে গিয়েছিল তখন অর্জুন তাঁকে হত্যা করেছিল।
(vii) সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছে ?
উত্তরঃ- সুয়েজ খাল খননের ফলে ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মধ্যে সংযোগ সাধন হয়েছে। যার ফলে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্যেরও সুবিধা হয়েছে।
(viii) গ্যালিলিওর পিতা কোন্ কোন্ বিষয়ে কৃতবিদ্য ছিলেন?
উত্তরঃ- গ্যালিলিওর পিতা পুরাণ ও সাহিত্য বিষয়ে কৃতবিদ্য ছিলেন।
(ix) বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখে পড়োশিনি কী বলেছিল?
উত্তরঃ- বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখে পড়োশিনি বলেছিল- ‘উনি একজন দেবদূত।’
অথবা, “আমি তবু পরের শ্রেণিতে যাব।” – কবি পরের শ্রেণিতে কেন যাবেন?
উত্তরঃ- আইয়াপ্পা পানিকর-এর লেখা ‘শিক্ষার সার্কাস’ কবিতায় তবু পরের শ্রেণিতে বলতে প্রথাগত শিক্ষার বাইরে কোনো শিক্ষা অর্থাৎ অন্তহীন সাফল্যের পথ-সন্ধানকেই বোঝাতে চেয়েছেন।
(x) IPA-এর পুরো নাম কী ?
উত্তরঃ- International Phonetic Alphabet.
(xi) সমগোত্ৰজ ভাষা বলতে কী বোঝো ?
উত্তরঃ- ভাষাবিজ্ঞানীরা ব্যাকরণগত সাদৃশ্যের নিরিখে বর্তমান বিশ্বের সমস্ত ভাষাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এবং এক-একটি ভাগের অন্তর্গত ভাষাসমূহ একই ভাষাবংশ বা ভাষাগত উৎস থেকে জাত বলে অনুমান করেছেন। এই একই বংশজাত ভাষাসমূহকে বলা হয় সমগোত্ৰজ ভাষা ।
(xii) ‘সেনেমিক লিপি’ বলতে কী বোঝো?
উত্তরঃ- যে লিপি পদ্ধতির প্রতিটি চিহ্ন একটি ধ্বনির প্রতীক হিসাবে যে কোনো শব্দের গঠনগত উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাই সেনেমিক লিপি।
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
৩. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
- ৩.১ “সেইখানেই তো ভূত” – কার উক্তি? সেখানে ভূত বলতে কী – বোঝানো হয়েছে ? ১+৪
- ৩.২ “এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা।” – কোন্ ‘ব্যাপারটা’র কথা বলা হয়েছে? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখো। ১ + ৪
৪. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
- ৪.১ সংক্ষেপে হাঙর শিকার-এর বর্ণনা লিপিবদ্ধ করো। ৫
- ৪.২ “শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা।” — গ্যালিলিওর নতুন পন্থাটি কী? তাঁর জীবনের শেষ অবস্থার বর্ণনা দাও। ১+৪
৫. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ২ = ১০
- ৫.১ “আমি একদিনও না দেখিলাম তারে”। কার দেখা একদিনও পাওয়া গেল না? সে কোথায় বাস করে? না দেখার কারণ ব্যাখ্যা করো। ১+১+৩
- ৫.২ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় বিদ্রোহী কবির দেশপ্রেম ও বিদ্রোহীসত্তার বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছে নিজের ভাষায় লেখো। ৫
- ৫.৩ “আমরা তো সামান্য লোক” – কে, কোন্ প্রসঙ্গে একথা বলেছেন ? ‘সামান্য – লোক’ শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
- ৫.৪ “কিন্তু বৃথা এ গঞ্জনা।” বক্তা কে? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? কেন তাঁর মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? ১+১+৩
৬. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
- ৬.১ বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার দৈন্য কীভাবে “শিক্ষার সার্কাস’ কবিতায় প্রকাশিত হয়েছে তা লেখো। ৫
- ৬.২ “এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে এলিসেন্দা কী দেখেছিল? এলিসেন্দা কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? সে কেমনভাবে উড়ে যাচ্ছিল। এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে? ১+১+১+২
৭. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
- ৭.১ মহাপ্যকের সঙ্গে আচার্য অদীনপুণ্যের বিরোধ বাধল কেন? কে, কোথায় অদীনপুণ্যকে নির্বাসন দিলেন? ৩+২
- ৭.২ “শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে”- শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন? ৩+১+১
- ৭.৪ “উনি আমাদের সব দলের শতদল পদ্ম” এখানে কাকে শতদল পদ্ম’ বলা হয়েছে ? কেন তিনি ‘শতদল পদ্ম’ ? ১+৪
৮. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
- ৮.১ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যপ্রতিভা আলোচনা করো। S+8
- ৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর -এর অবদান সম্পর্কে আলোচনা করো। ৫
- ৮.৩ মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো। নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো। ১+৪
- ৮.৪ প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? কয়েকটি প্রবাদ-এর উদাহরণ বাক্যসহ লেখো।
৯. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
- ৯.১ ভারত চার ভাষাবংশের দেশ’- উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও। ৫
- ৯.২ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো। ২+৩
- ৯.৩ ‘হায়ারোগ্লিফিক’ কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
আরোও পড়ুন
- Class XI Bengali Question Paper 2022
- Class XI Bengali Question Paper 2021
- Class XI Bengali Question Paper 2020
- Class XI Bengali Question Paper 2019
- Class XI Bengali Question Paper 2018
- Class XI Bengali Question Paper 2017
- Class XI Bengali Question Paper 2016
- Class XI Bengali Question Paper 2015
- Class XI Bengali Question Paper 2014
Nice work. Students very helpful.
Thank You