পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Bengali Question Paper 2018, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৮ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI Bengali Question Paper 2018
১। ঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৮=১৮
১.১ আগেভাগে ভূতে পেয়ে বসেছে—
(ক) সমাজকে
(খ) ওঝাকে
(গ) মাসিপিসিদের
(ঘ) অর্বাচীনদের
১.২ স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ—
(ক) তারা অন্যায় করে
(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না
(গ) তারা বিদ্রোহ করে
(ঘ) তারা নিজে ভাবতে যায়
১.৩ গোরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কী বাজাচ্ছিল?
(ক) মাদল
(খ) খোল-করতাল
(গ) তবলা
(ঘ) ক্যানেস্তারা
১.৪ ‘বসে আছেন কেন? টান দিন।—উক্তিটির বক্তা-
(ক) যামিনী
(খ) মণি
(গ) কথক
(ঘ) নিরঞ্জন
১.৫ সৌখীর ছেলের বয়স কত ?
(ক) দু-বছর
(খ) তিন বছর
(গ) চার-পাঁচ বছর
(ঘ) সাত-আট বছর।
১.৬ কোন মাছ দেখে লেখকের হাওরের বাচ্চা মনে হয়েছিল ?
(ক) তিমি
(খ) বনিটো
(গ) ইলিশ
(ঘ) ডলফিন
১.৭ সুয়েজ খাল কে খনন করেন?
(ক) আমুন্ডসেন
(খ) কলম্বাস
(গ) ফার্ডিনেও লেসেন্স
(ঘ) মিসরের ফেরো
১.৮ ‘১৬০৯ সালে ঘটলো এক নতুন ব্যাপার’—নতুন ব্যাপারটি হল
(ক) দূরবিন আবিষ্কার
(খ) আহ্নিক গতি আবিষ্কার
(গ) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার
(ঘ) চশমা আবিষ্কার।
১.৯ জনার পুত্রের নাম কী?
(ক) কর্ণ
(খ) পার্থ
(গ) অভিমন্যু
(ঘ) প্রবীর
১.১০ “ও তার নাই কিনারা নাই তরণী পারে – ” তরণী’ শব্দের
(ক) স্থলভাগ
(খ) বাসস্থান
(গ) মানুষ
(ঘ) নৌকো
১.১১ ‘পুণ্যবেদীর শূন্যে কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে?
(ক) হাজার বছর
(খ) একশত বছর
(গ) দেড়শত বছর
(ঘ) তিনশত বছর।
১.১২ খেতে বসে রাগ চড়ে যায় কারণ
(ক) অনেক বেশি খাবার দেখে
(খ) ভাত শুকনো বলে
(গ) গোলাপচারায় ফুল হয় না বলে
(ঘ) ঠান্ডা ভাতে নুন না থাকায়
১.১৩ দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় ?
(ক) এলিসেন্দা মুক্ত বোধ করে
(খ) এলিসেন্দা দুঃখিত হয়
(গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে, উদাসও হয়
(ঘ) এলিসেন্দা শান্তি পায় ।
১.১৪ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম-
(ক) ঘনরাম চক্রবর্তী
(খ) রূপরাম চক্রবর্তী
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) দ্বিজমাধব
১.১৫ বাদল সরকার রচিত একটি নাটক
(ক) এবং ইন্দ্রজিৎ
(খ) ছেঁড়া তার
(গ) তিন পয়সার পালা
(ঘ) দেবীগর্জন
১.১৬ ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি
(ক) নাটক
(গ) কাব্যগ্রন্থ
(খ) ছোটোগল্প
(ঘ) উপন্যাস
১.১৭ অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল –
(ক) রাঢ়ি
(খ) বালি
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডী।
১.১৮ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা –
(ক) সাঁওতালি
(খ) তেলেগু
(গ) নাগা
(ঘ) ওড়িয়া
২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?
২.২ ‘নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না।-কেন?
২.৩ ‘এ কথা ইউরোপীয়েরা স্বীকার করতে চায় না; ‘ – কোন্ কথা ?
২.৪ হল্যান্ডে তৈরি প্রথম দূরবিনের সঙ্গে গ্যালিলিওর দূরবিনের পার্থক্য কোথায়?
২.৫ ‘ও এক পড়শী বসত করে – পড়শী কোথায় বসত করে?
২.৬ ‘কেমনে এ অপমান সব ধৈর্য্য ধরি?’- বক্তা কোন অপমানের কথা বলেছেন?
২.৭ দ্বীপান্তরের বন্দিনী’ কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
২.৮ “আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে। ” – সাধারণ ভাতকাপড়ে দিন চলে যাওয়ার কারণ কী?
২.৯ ‘বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না।’-বাড়ির মালিকদের নাম কী?
অথবা,‘যদি সব শ্রেণি শেষ হয়ে যায়’ – তবু কী ঘটবে?
২.১০ ‘সেনেমিক লিপি’ (cenemic) বলতে কী বোঝো? অথবা, ‘কিউনিফর্ম’ বা ‘কীলকলিপি’-র নামকরণ কে করেছিলেন?
২.১১ IPA-র পুরো নাম লেখো।
২.১২ সমগোত্ৰজ ভাষা (cognate) বলতে কী বোঝো?
৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ “মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।’— কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?
৩.২ ‘এতক্ষণ বোঝে সৌখী ব্যাপারটা।’— কোন্ ‘ব্যাপারটা’-র কথা বলা হয়েছে? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখো।
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৪.১ প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তাঁর সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল, ‘সুয়েজখালে হাঙ্গার শিকার’ অবলম্বনে তার পরিচয় দাও ।
৪.২ সংক্ষেপে গালিলিওদের ছাত্রজীবনের বর্ণনা দাও।
৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫.১ “কিন্তু বৃথা এ গঞ্জনা।’— বক্তা কে? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? কেন তাঁর মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? ১+১+৩
৫.২ ‘আমি বাস্তা করি দেখব তারি’- বক্তা কাকে দেখতে চান? কীভাবে তাঁর দর্শন পাওয়া যাবে? ১+৪
৫.৩ “ধ্বংস হ’ল কি রক্ষ-পুর?”- “রক্ষ-পুর’ বলতে কবি কী বুঝিয়েছেন? কীভাবে তা ধ্বংস হবে?
৫.৪ “আমরা তো সামান্য লোক’– কে, কোন্ প্রসঙ্গে এ কথা বলেছে? ‘সামান্য লোক’ শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো।১+৪
৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্ত দাও:
৬.১ “পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।”- কারা, কেন ‘চুপচাপ’ পাঁড়িয়ে রইল ‘পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো।
৬.২ ‘জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব “শিক্ষার সার্কাস’ কবিতায় কীভাবে ব্যঞ্ছিত হয়েছে?
৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৭.১ মহাপঞ্চকের সঙ্গে আচার্য অধীনপুণ্যের বিরোধ বাধল কেন? কে, কোথায় অদীনপুণাকে নির্বাসন দিলেন?
৭.২ “আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই।” এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাধার উদ্যম কীভাবে তাদের গানে ভাষা পেয়েছে?
৭.৩ ‘ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছোয় না।’- কার সম্পর্কে, কে এই কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কী?
৭.৪ ‘গুরু’ নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো।
৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৮.১ কে, কবে শ্রীকৃষ্মকীর্তন’-এর পুঁথি আবিষ্কার করেন? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর -এর অবদান সম্পর্কে আলোচনা করো।
৮.৩ গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ২+৩
৮.৪ ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও । ৩+২
৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৯.১ অস্ট্রিক ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৫
৯.২ ‘হায়ারোগ্লিফিক’ কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯.৩ মধ্য ভারতীয় আর্যভাষার কালসীমা উল্লেখ করো। এই স্তরের ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১+৪
আরোও পড়ুন
- Class XI Bengali Question Paper 2023
- Class XI Bengali Question Paper 2022
- Class XI Bengali Question Paper 2021
- Class XI Bengali Question Paper 2020
- Class XI Bengali Question Paper 2019
- Class XI Bengali Question Paper 2017
- Class XI Bengali Question Paper 2016
- Class XI Bengali Question Paper 2015
- Class XI Bengali Question Paper 2014