পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Bengali Question Paper 2022, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৪ উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI Bengali Question Paper 2022
১। ঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ তাকে ঠেকানো হয় মুশকিল।’- কাকে ঠেকানো মুশকিল ?
(ক) পুলিশকে
(খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে
(গ) সৌখির একগুয়েমিকে
(ঘ) দারিদ্যকে।
উত্তরঃ- (খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে।
১.২ ভুতুড়ে জেলখানার দারোগা ছিল
(ক) ভুতুড়ে রায়ত
(খ) ভূতের নায়েব
(গ) ভূতের জমিদার
(ঘ) ভূতের গোমস্তা।
উত্তরঃ- (খ) ভূতের নায়েব।
১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত ?
(ক) মাত্র দশ মাইল
(খ) মাত্র কুড়ি মাইল
(গ) মাত্র ত্রিশ মাইল
(ঘ) মাত্র পঁচিশ মাইল
উত্তরঃ- (গ) মাত্র ত্ৰিশ মাইল।
১.৪ “গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।” – গন্ধগোকুল হল-
(ক) নেকড়ে বাঘ
(খ) চিতা বাঘ
(গ) খট্টাশ জাতীয় প্রাণী
(ঘ) রামছাগল
উত্তরঃ- (গ) খট্টাশ জাতীয় প্ৰাণী।
১.৫ ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ?
(ক) আদিমকালের ঘুম
(খ) অন্ধকারে ঘুম
(গ) ভাত ঘুম
(ঘ) চিরকালের ঘুম
উত্তরঃ- (ক) আদিমকালের ঘুম।
১.৬ গ্যালিলিওর ছোটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত-
(ক) ফ্লোরেন্সে
(খ) পোল্যান্ডে
(গ) ভেনিসে
(ঘ) তাসকানিতে
উত্তরঃ- (খ) পোল্যান্ডে।
১.৭ জনার পুত্রের নাম কি ?
(ক) কর্ণ
(খ) প্রবীর
(গ) অভিমন্যু
(ঘ) অশ্বত্থামা
উত্তরঃ- (খ) প্রবীর।
১.৮ ‘পড়শী যদি আমায় ছুঁত’ পড়শী ছুঁলে কী হবে ?
(ক) যম-যাতনা দূর হবে
(খ) সুবুদ্ধির বিকাশ হবে
(গ) সমাজ সচেতনতা বাড়বে
(ঘ)ভালোবাসা বোধ জাগবে
উত্তরঃ- (ক) যম-যাতনা দূর হবে।
১.৯ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য—
(ক) কথোপকথন
(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল
(গ) যেতে পারি কিন্তু কেন যাব
(ঘ) ‘বনলতা সেন
উত্তরঃ- (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল।
১.১০ চণ্ডালের পদধূলি ব্রাত্মণের ভালে? চণ্ডল ও ব্রাক্ষ্মণ কারা ?
(ক) অর্জুন ও কৃষ্ণ
(খ) কৃষ্ণ ও ব্যাস
(গ) ব্যাস ও বিধুর
(ঘ )অর্জুন ও নীলাধ্বজ
উত্তরঃ- (ঘ) অর্জুন ও নীলাধ্বজ
১.১১ প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ—
(ক) তারা অন্যায় করে
(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না
(গ) তারা বিদ্রোহ করে
(ঘ) তারা নিজে ভাবাতে যায়
উত্তরঃ- (ঘ) তারা নিজে ভাবাতে যায়।
১.১২ মালাধর বসু অনূদিত গ্রন্থের নাম
(ক) শ্রীকৃষ্ণকীর্তন
(খ) শ্ৰীকৃষ্ণ সন্দৰ্ভ
(গ) শ্রীকৃষ্ণ বিজয়
(ঘ) শ্রীকৃষ্ণ মঙ্গল
উত্তরঃ- (গ) শ্রীকৃষ্ণ বিজয়।
১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম—
(ক) ঘনরাম চক্রবর্তী
(খ) রূপরাম চক্রবর্তী
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) দ্বিজমাধব
উত্তরঃ- (ঘ) দ্বিজমাধব।
১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়-
(ক) অন্ধকার যুগ
(খ) সুবর্ণ যুগ
(গ) গৌরবময় যুগ
(ঘ) সৃষ্টিশীল যুগ
উত্তরঃ- (ক) অন্ধকার যুগ।
১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলো
(ক) ঋবেদ
(খ) সাম বেদ
(গ) সংহিতা
(ঘ) উপনিষদ
উত্তরঃ- (ক) ঋবেদ।
১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা—
(ক) সাঁওতালি
(খ) তেলুগু
(গ) নাগা
(ঘ) ওড়িয়া
উত্তরঃ- (খ) তেলুগু।
১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি?
(ক) চিত্রলিপি
(খ) ধ্বনিলিপি
(গ) ভাবলিপি
(ঘ) গ্ৰন্থলিপি
উত্তরঃ- (ক) চিত্রলিপি।
১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল-
(ক) চিত্রপ্রতীক লিপি
(খ) চিনীয় লিপি
(গ) বাণমুখ লিপি
(ঘ) স্বরলিপি
উত্তরঃ- (ক) চিত্রপ্রতীক লিপি।
২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২= ১২
২.১ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল” – নিশ্চিন্ত হওয়ার কারণ কী?
২.২ “তখন তো মাথা হেট হয়নি তার হয়েছে? – কোন সময়ের কথা বলা
২.৩ “নিবাইতে এ শোকাগ্নি” – কার, কীসের শোক?
২.৪ ODBL গ্রন্থের প্রণেতা কে?
২.৫ গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন?
২.৬ নুন’ কবিতায় আমরা কারা?
২.৭ শ্রীকৃয়কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী ?
২.৮ চিত্রলিপি কী ?
২.৯ “এসপেরান্তো’-র উদ্ভাবক কে?
২.১০ নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখো।
২.১১ অবর্গীভূত বা শ্রেণিব ভাষা কাতর। ভাল
২.১২ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি ?
অথবা, ঝাড়খণ্ডী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?
৩. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১
৩.১ কর্তার ভূত’ – কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক – কাহিনী? ব্যাখ্যাসহ লেখো। ৫
৩.২ ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই,’ – একথা – কার, কেন মনে হবে? এই মনে হবার কারণ কী? ১ + ১ + ৩
৪. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৪.১ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।
৪.২ ক্যাথলিক খ্রীস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। ৫
৫. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৫.১ “মহারথী-প্রথা কি হে এই, মহারথি ?” ‘মহারথী প্রথা কি? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। > + 8
৫.২ “বলব কি সেই পড়শির কথা” ‘পড়শি’ কে? উক্তিটির আলোকে ‘পড়শি’র স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ১ + ৪
৫.৩ “আমরা তো অল্পে খুশী” – “অল্পে খুশি’ মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।
৫.৪ আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কারা, কাদের কাছে এই দাবী করেছে । এই দাবী কতটা যুক্তিসংগত?
৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৬.১”তোমার জয়জয়কার হবে সুভদ্র ; তিনশো পয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছে।” – কে, কাকে বলেছে? কেন বক্তার একথা মনে হয়েছে?
৬.২ ‘গুরু’ নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে ? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। ১ + ৩
৬.৩ ‘ভয়ানক পুণ্য’ – কোন্ পুণ্যের কথা বলা হয়েছে ? তা ভয়ানক কেন? ১+৪
৬.৪ “তোমাদের হাত দিয়ে আমার যে শান্তি আরম্ভ হল তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে।” – নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো। ৫
৭. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৭.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বোঝো? চর্যাপদে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় সংক্ষেপে লেখো। ১+১+৩
৭.২ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়েকটি খণ্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ১+৪
৭.৩ শ্রীচৈতন্যদেব কত খ্রিষ্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন ? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। ২+৩
৭.৪ গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ২+৩
৮। অনধিক একসো পাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫× ২ = ১০
৮.১ মিশ্রভাষা কাকে বলে? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে। ১ + 8
৮.২ উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখো। ১+২+২
৮.৩ কিউনিফর্ম লিপি বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১ + ১ + ৩
৮.৪ মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১ + ৪
আরোও পড়ুন
- Class XI Bengali Question Paper 2023
- Class XI Bengali Question Paper 2021
- Class XI Bengali Question Paper 2020
- Class XI Bengali Question Paper 2019
- Class XI Bengali Question Paper 2018
- Class XI Bengali Question Paper 2017
- Class XI Bengali Question Paper 2016
- Class XI Bengali Question Paper 2015
- Class XI Bengali Question Paper 2014