Tense

According to the Oxford Learner’s Dictionary, the term ‘tense’ is defined as ‘any of the forms of a verb that may be used to show the time of the action or state expressed by the verb.’

What is Tense, How many types of Tense and what is it, Tense in Bengali, tense exercises, Tense Definition, Tense Formula

Tenses in English Grammar with examples, Tenses Chart, Tense Definition and Examples 12 Types of Tenses with Examples and Formula

English Tense

তোমাদের কাছে Tense অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ইংরেজিতে কোনো বাক্য লিখতে গেলে বা বলতে গেলে প্রথমেই ঐ বাক্যের ক্রিয়ার কাল বা Tense নির্ণয় করতে হয়। তারপর সেই Tense -এর নিয়ম অনুযায়ী বাক্যগঠন করতে হয়।

Tense কাকে বলে?

ক্রিয়ার সময়কে Tense বলে।

ইংরেজিতে আমরা সময় উল্লেখ করতে Tense বা কাল এর ব্যবহার করে থাকি। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের কোনো কাজের সম্পর্কে কিছু বলতে হলে কালের প্রয়োগ করা হয়। সময় সম্পর্কে কথা বলার জন্য অনেক ভাষাতেই Tense বা কালের ব্যবহার করা হয়ে থাকে।

ইংরেজিতে Tense এর আলোচনা করার ক্ষেত্রে ২ টি উপাদান, Time (সময়) এবং Aspect (দৃষ্টিভঙ্গি) উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Time (সময়)

  • Present Now- Now (বর্তমান সময়)
  • Past- Before Now (বর্তমান সময়ের পূর্বে)
  • Future- After Now (বর্তমান সময়ের পরে)

Aspect (দৃষ্টিভঙ্গি)

  • Progressive- অসমাপ্ত কাজ
  • Perfective- সম্পন্ন করা কাজ

Tense Progressive Aspect থেকে Continuous Tenses উৎপন্ন হয়ে থাকে। যেমন-

  • Past continuous
  • Present continuous
  • Future continuous

অন্যদিকে, Tense -এর Perfective Aspect থেকে Perfect tenses তৈরি হয়। যেগুলো হল-

  • Past perfect
  • Present perfect
  • Future perfect

Progressive Aspect এবং Perfective Aspect এই দুটি একত্রিত হয়ে Perfect Continuous Tenses তৈরি করে। যেমন-

  • Present perfect continuous
  • Past perfect continuous
  • Future perfect continuous

Tense -এর উদাহরণ

  • 1. I do it now (আমি এখন ইহা করি)
  • 2. I did it yesterday (আমি ইহা গতকাল করিয়াছিলাম)
  • 3. I shall do it for morning (আমি ইহা আগামীকাল করিব )

প্রথম sentense এ ‘do’ শব্দটি দ্বারা বর্তমান সময় কাজটি হয় বুঝাইতেছে, দ্বিতীয় sentense-এ ‘did’ শব্দটি দ্বারা অতীত সময় কাজটি করা হইয়াছিল এবং তৃতীয় sent a ‘shall do’ দ্বারা ভবিষ্যত সময় কাজটি হইবে বুঝাইতেছে।

Sentence তিনটিতে ‘do’ এর কাজ ভিন্ন ভিন্ন সময় সম্পন্ন করিতে verb এর রূপের যে পরিবর্তন হয়, তাহাই Tense বা কাল। কাজেই এককথায় বলা যাইতে পারে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে।

নিচে ছকের সাহায্যে 12 টি Tense বা কালের গঠন, উদাহরণসহ উল্লেখ করা হল। একটি বাক্যের মাধ্যমে সকল Tense -এর উদাহরণ এই কারণেই দেয়া হয়েছে, যেন সহজেই বুঝতে পারা যায়, কীভাবে Time (সময়) এবং Aspect (দৃষ্টিভঙ্গি) পরিবর্তনের সাথে সাথে কাল এবং যে অনুযায়ী বাক্যের গঠনে পরিবর্তন সাধিত হয়।

১২ প্রকার Tense এর গঠন

FormsPresent TensePast TenseFuture Tense
Indefinite/SimpleSub+V1+Obj
He plays football
Sub+V2+Obj
He played football
Sub+Will+V1+Obj
He will play football
Continuous/ProgressiveSub+am/is/are+V1(ing)+Obj
He is playing football
Sub+was/were+V1(ing)+Obj
He was playing football
Sub+will be+V1(ing)+Obj
He will be playing football
PerfectSub+have/has+V3+Obj
He has played football
Sub+had+V3+Obj
He had played football
Sub+will have+V3+Obj
He will have played football
Perfect ContinuousSub+have/has+been+V1(ing)+Obj
He has been playing football
Sub+had+been+V1(ing)+Obj
He had been playing football
Sub+will+have+been+V1(ing)+Obj
He will have been playing football

Tense কয় প্রকারভেদ

Tense প্রধানতঃ তিন প্রকার। যথা-

Present Tense কাকে বলে?

কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয় বুঝাইলে Verb এর Present Tense হয়।

Present Tense -এর উদাহরণ

  • 1. I go to school (আমি ভুলে যাই)
  • 2. You do this work (তুমি এই কার্য করা )
  • 3. He works at night (সে রাত্রে কাজ করে )
  • 4. We read by day (আমরা দিনের বেলা পড়ি)
  • 5. They work out sums (তাহারা অন্ত রুমে)

Past Tense কাকে বলে?

কোনো কাজ অতীতকালে সম্পন্ন হইয়াছে বুঝাইলে verb এর Past Tense হয়।

Past Tense -এর উদাহরণ

  • 1. I went to school (আমি ভুলে গিয়াছিলাম)
  • 2. You did this work (তুমি এই কার্য করিয়াছিলে)
  • 3. He worked at night (সে রাত্রে কাজ করিয়াছিল)
  • 4. They worked out sums (তাহারা অফ কযিয়াছিল)

Future Tense কাকে বলে?

কোনো কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হইবে বুঝাইলে verb এর future tense হয়।

Future Tense -এর উদাহরণ

  • 1. I shall go to school (আমি স্কুলে যাইব)
  • 2. You will do this work (তুমি এই কার্য করিবে ।
  • 3. He will work at night (সে রাত্রে কাজ করিবে )

কাজেই উপরি উক্ত উদাহরণগুলোর দ্বারা বুঝানো হইতেছে যে verb এর কাজটি ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত হইয়াছে বলিয়া Present (বর্তমান) Past (অতীত) Future (ভবিষ্যৎকাল) বুঝাইয়াছে।

আবার verb -এর কাজ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অবস্থায় সম্পন্ন হইয়া থাকে বলিয়া আরও পরিষ্কাররূপে বিশ্লেষণ করিয়া প্রত্যেকটি tense কে চারভাগে ভাগ করা হয়। যেমন-

  • (1) Indefinite,
  • (2) Continuous,
  • (3) Perfect,
  • (4) Perfect Continuous

অতএব, verb -এর Tense এর রূপ মোট বারটি। যথা-

  • (1) Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল),
  • (2) Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল),
  • (3) Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)
  • (4) Present Perfect Continuous Tense (পুরাঘটমান বর্তমান কাল)
  • (5) Past Indefinite Tense (সাধারণ বা নিত্য অতীতকাল),
  • (6) Past continuous Tense (ঘটমান অতীতকাল)
  • (7) Past Perfect Tense (পুরাঘটিত অতীতকাল),
  • (8) Past Perfect Continuous Tense (পুরাঘটমান অতীতকাল),
  • (9) Future Indefinite Tense (সাধারণ বা নিত্য ভবিষ্যৎকাল),
  • (10) Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎকাল),
  • (11) Future Perfect Continuous Tense (পুরাঘটিত ভবিষ্যৎকাল),
  • (12) Future Perfect Continuous Tense (পুরাঘটমান ভবিষ্যৎকাল )

(FAQ) Tense সম্পর্কে জিজ্ঞাস্য?

1. Tense শব্দটির উৎপত্তি হয় কিভাবে?

ল্যাটিন শব্দ Tempus শব্দ থেকে Tense শব্দটির উৎপত্তি হয়েছে। Tempus শব্দের অর্থ হল সময়। অতএব Tense শব্দের অর্থ সময় বা কাল।

2. Tense কাকে বলে?

কোনও কাজ যে সময়ে ঘটে, সেই সময়কেই ক্রিয়ার কাল বা Tense বলে।

3. Tense কত প্রকার ও কি কি?

Tense বা ক্রিয়ার কাল তিন প্রকার। যথা- (i) Present Tense (বর্তমানকাল), (ii) Past Tense (অতীতকাল ), (iii) Future Tense (ভবিষ্যৎকাল)।

Leave a Comment