শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম, মা কালীর ১০৮ নাম, কালীর অষ্টোত্তর শতনাম, তারা মায়ের অষ্টোত্তর শতনাম, মা কালীর নাম, কালীর ১০৮ নাম।
শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী কালীর অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম, শ্যামা কালীর অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী কালীর ১০৮ টি নাম।
kali ashtottara shatanamavali, maa kali ashtottara satnam, maa kali astottaro satanam in bengali, ogo maa sarada kalyani mata lyrics.
শতনাম বাংলায়, কালীর অষ্টোত্তর শতনাম, কালীর অষ্টোত্তর শতনাম বাংলায়, কালীর অষ্টোত্তর শতনাম PDF File, শ্রীকালীর অষ্টোত্তর শতনাম Lyrics.
শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম বাংলায়
- করালিনী কালী মাগো কৈবল্যদায়িনী।
- জগদম্বা নামে তুমি বিমুক্তকারিণী।
- দুঃখনাশ কর বলি হ’লে দুঃখহারা।
- জগতের মাতা তুমি হও মনোহরা।
- দনুজ দলন করি দনুজদলনী।
- দুর্গতিনাশিনী তুমি দেবী নারায়ণী।
- দুর্গাসুর বধ করি দুর্গা নামে খ্যাতা।
- ত্রিলোচনী তুমি মাগো জগতের মাতা।
- মুক্তিদান করি তুমি তারা নাম ধর।
- তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা কর।
- পূর্ণব্রহ্মময়ী তুমি ব্রহ্মসনাতনী।
- পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী ॥
- বেদের সৃজন করি হলে বেদমাতা।
- যোগমায়া নামে তুমি ত্রিলোকপালিতা ॥
- রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজায়া।
- অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া ৷৷
- অপর্ণা তুমি মা কালী ত্রিলোকতারিণী।
- অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোকপালিনী॥
- মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া।
- অপর্ণা তুমি মা কালী ত্রিলোকতারিণী।
- অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোকপালিনী॥
- মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া।
- বিপদে রেখো মা কোলে ওগো হরজায়া ৷
- মৃগনেত্র-সম বলি কুরঙ্গনয়নী।
- রণেতে প্রমত্ত বলি চণ্ডী মা জননী॥
- শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী।
- ভবজায়া বলি তুমি ভবানী ঈশ্বরী।
- ভীষণ আনন বলি করালবদনী।
- দীনহীনে কর দয়া দনুজদলনী ৷
- কৃত্তিবাস হল বাবা বাগছাল পরি।
- কৃত্তিবাস দারা তাই তুমি মা শঙ্করী।
- পাপ-বিনাশিনী কালী নৃমুণ্ডমালিনী।
- অধিনে কর মা দয়া তুমি কাত্যায়নী।।
- কুলকুণ্ডলিনী মাগো তুমি মহাসতী।
- ষড়ৈশ্বৰ্য্যময়ী বলি নাম ভগবতী ৷৷
- জগত-জননী মাগো কালী কপালিনী।
- কটিতে ঘুঙ্গুর পরি হলে মা কিঙ্কিণী॥
- শঙ্কর কপালে ধরে হলেন কপালী।
- কপালমালিনী তাই তুমি মহাকালী ॥
- কারণপ্রিয়া মা তুমি করণকারিকা।
- এ দীনে কর গো দয়া তুমি মা কালিকা ৷৷
- থাকে না কালের ভয় তোমার শরণে।
- কালক্ষয় বিনাশিনী তাই লোকে ভণে ॥
- মেঘের বরণ তাই হলে কাদম্বিনী।
- কপালকুন্তলা কুন্দকুসুমধারিণী ॥
- জগতের আদি বলি নাম আদ্যাশক্তি।
- অভয় চরণে যেন থাকে সদা ভক্তি।।
- মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী।
- প্রজাপতি মাতা তুমি কালী করালিনী।
- নিজ কায় কোষ বলি হলে মা কৌশিকী।
- তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী॥
- ময়ূরবাহনে সাজ তুমি মা কৌমারী।
- কালিকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী॥
- কালভয় নাশ কর তুমি কালপ্রিয়া।
- তোমার অনন্ত লীলা মানব অজ্ঞেয়া ৷৷
- শঙ্করের প্রিয়া তাই নাম ভবতারা।
- কমলা তুমি ভবদুঃখহরা ॥
- শাস্তিবিধায়িনী তুমি মহারুদ্রপ্রিয়া।
- বধি শুম্ভ নিশুম্ভাদি হইলে অজেয়া ৷৷
- কামদাত্রী নামে তুমি কামনা পূরাও।
- মহেশ্বরী নামে তুমি ভববক্ষে রও।।
- কাল কাদম্বরী মাগো রাজ-রাজেশ্বরী।
- ত্রিপুরনাশিনী তুমি ত্রিপুরসুন্দরী ॥
- করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা।
- দীনহীনে কর দয়া অনন্ত-নয়না ॥
- ঈশান মহিষী তাই হইতে ঈশানী।
- চণ্ডমুণ্ড বধ করি চামুণ্ডারূপিণী ॥
- ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী।
- ত্রাণকর্ত্রী ত্রিনয়না ত্রিপুরাসুন্দরী ॥
- তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধিস্বরূপিণী।
- সত্ত্ব রজঃ তমঃ ইতি ত্রিগুণধারিণী॥
- তপোময়ী তুমি মাতা দানবদলনী।
- ত্রিলোচন ত্রাণকর্ত্রী ত্রিলোকপালিনী॥
- তত্ত্বপরায়ণী তুমি সর্ব্বসিদ্ধিদাত্রী।
- জগতপালন হেতু তুমি জগদ্ধাত্রী ॥
- দানিয়ে সারূপ্য মুক্তি হ’লে নারায়ণী।
- ত্রিবলী-ধারিণী দুর্গে গুরুনিতম্বিনী॥
- ত্রিপুরদলনী দেবী লজ্জাস্বরূপিণী।
- মহিষ অসুর বধি মহিষমৰ্দ্দিনী ৷
- জয় মাতঃ ত্রিনয়নী ত্রিফল স্বরূপা।
- লম্বোদর-জননী মাতা তাপিনী অনুপা ৷
- ত্রিলোকপালিনী তুমি সর্ব্বপাপহরা।
- ত্রিশূলধারিণী কালী অর্দ্ধেন্দু-শেখরা ॥
- সদাই ষোড়শী তাই হইলে ষোড়শী।
- অন্নপূর্ণা নামে তুমি থাক বারাণসী॥
- বরণ্যে বরদা সর্ব্বমঙ্গলা শিবানী।
- সর্ব্বেশ্বর সর্ব্বধাত্রী ত্রিগুণধারিণী॥
- সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়িনী।
- শোকদুঃখ-বিনাশিনী তুমি মা সৰ্ব্বাণী।।
- অশিবনাশিনী কালী দুর্গতিনাশিনী।
- ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী॥
- সহস্রাক্ষী সপ্তসতী শঙ্করী-ঈশ্বরী।
- বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্ভরী ॥
- শবো’পরি উপবিষ্টা সরোজবাসিনী।
- ভূতপ্রেতসঙ্গিনী মা শ্মশানবাসিনী॥
- ধৰ্ম্ম-অর্থ-কাম-মোক্ষফল-বিধায়িনী।
- তুমি মা কালীকে দুর্গে শ্ৰীকৃষ্ণ জননী ॥
- অসুরাদি বধে দেবী রণ-উন্মাদিনী।
- সহস্রলোচনী তারা দেবেন্দ্ৰ জননী ॥
- কর মা করুণা দীনে দনুজদলনী।
- সুভগা সুমুখী শিবা তুমি ত্রিলোচনী।
- কলুষনাশিনী তুমি মুকতিদায়িনী।
- বন্ধনী তুমি তারা মোচনকারিণী।
- দশভূজা চতুর্ভূজা কভু অষ্টভূজা।
- অষ্টাদশভূজা আর কদাপি দ্বিভূজা ॥
- বহুরূপধারিণী তুমি দীনতারিণী।
- দীনহীনে কর দয়া মঙ্গলকারিণী।।
- রক্তবস্ত্র-পরিধানা সুকেশী সুবেশী।
- রঙ্গপ্রাণনাথা তুমি দেবী এলোকেশী॥
- সেতুবন্ধে হ’লে মাগো তুমি রামেশ্বরী।
- গোলোকে তুমি মা দুর্গে গোলোক ঈশ্বরী ॥
- ব্রজধামে হ’লে মাগো তুমি ব্রজেশ্বরী।
- হর-মনোহরা রমা মহেশী শঙ্করী॥
- ভভানী ভুবনেশ্বরী ভুবনমোহিনী।
- ভূতারহারিণী তারা ত্রিলোকতারিণী ॥
- ভ্রূকুটি ভীষণা ভীমা তুমি ভয়ঙ্করী।
- ভবভয়হারিণী মা তুমি জয়ঙ্করী ।।
- ভগবতী এলোকেশী তুমি ভগবতী।
- ভবেশধরণী দেবী তুমি ধূমাবতী ৷৷
- ভিক্ষুক-গৃহিনী সাজ তাই মা ভিক্ষুকী।
- ত্রিনয়নী মুক্তকেশী ভারতী কৌশিকী॥
- সৃষ্টিসংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী।
- প্রলয়ে কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী।।
- নিজ-মুণ্ড করি ছিন্ন হ’লে ছিন্নমস্তা।
- কাতরে অভয়দানে হত ব্যগ্রহস্তা ৷৷
- ছলনা করিয়ে তুমি হ’লে ছলবতী।
- গিরিরাজ-সুতা তুমি দেবী হৈমবতী॥
- শ্রীফলী তোমার নাম ধাত্রীফলপ্রিয়া।
- শ্রীনিকেতনী নামেতে হ’লে বিষ্ণুপ্রিয়া ৷৷
- ধূসর বরণে তুমি হও ধূমাবতী।
- মহাবিদ্যা রূপভেদে তুমি মহাসতী ৷৷
- ধূম্রাক্ষনাশিনী তুমি হরের মোহিনী।
- দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ॥
- ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্যায়নী।
- হরমনোহরা রমা ধূর্জ্জটিমোহিনী ৷
- ধনদাত্রী ধনহরা ধৰ্ম্মবিধায়িনী॥
- বগলা তুমি মা তারা সুবুদ্ধিদায়িনী ৷
- বৈষ্ণবী বসুধা দুর্গে দুর্গতিনাশিনী।
- মহেশী মদনোন্মত্তা মহিষঘাতিনী ।।
- বিশালাক্ষী নামে তুমি বিশাললোচনা।
- নিজগুণে গুণহীনে কর মা করুণা॥
- শারদা শরতপ্রিয়া শিবসনাতনী।
- বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী ॥
- জলরূপে তুমি মাগো হও দ্রবময়ী।
- ব্রহ্মাণ্ড-উদরী তুমি, তুমি ব্ৰহ্মময়ী ॥
- বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশী।
- অকিঞ্চনে কর দয়া ওগো ব্যোমকেশী॥
- বাগ্বাদিনী তুমি মাতা তুমি বীণাপাণি।
- তুমি মা পুরুষোত্তমে বিমলারূপিণী।।
- বহু রূপ ধর বলি মা তুমি বহুরূপিণী।
- রণেতে দুৰ্জ্জয় মাগো দৈত্যবিনাশিনী॥
- মাতঙ্গী তুমি মা তারা ত্রিলোকপালিনী।
- বিশ্বময়ী মহেশ্বরী মলয়বাহিনী ৷৷
- ক্ষীণোদর বলি, মাগো হ’লে মন্দোদরী।
- দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী।।
- মধু আর কৈটভেরে করিয়া সংহার।
- মধুকৈটভনাশিনী নাম যে তোমার॥
- লক্ষ্মীস্বরূপিণী তুমি, তুমি মা কমলা।
- কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা ৷৷
- বয়সে কিশোর সদা তাই মা কিশোরী।
- পীনোন্নত পয়োধরা কুমারী শঙ্করী ॥
- গিরিরাজ-সুতা সতী কৈলাসবাসিনী।
- কল্যাণদায়িনী সদা তাই মা কল্যাণী ৷৷
- গণেশ-জননী তুমি গিরিশ-নন্দিনী।
- হরমনোহরা রমা গিরীশমোহিনী॥
আরোও পড়ুন
- শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা দুর্গার অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী রাধাররাণীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী ভগবান শিবের অষ্টোত্তর শতনাম
- শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম
- হনুমানের অষ্টোত্তর শতনাম
- শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম
- গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম
- শনিদেবের অষ্টোত্তর শতনাম
- মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম
(FAQ) শ্রী শ্রী মা কালী সম্পর্কে জিজ্ঞাস্য?
১. মা কালী কে ছিলেন?
তন্ত্র অনুসারে মা কালী ছিলেন দশ মহাবিদ্যার প্রথম দেবী।
২. মা কালীর কত নাম?
মা কালীর ১০৮ টি নাম।
৩. মা কালীর বহনের নাম কি?
শৃগাল, যার নাম শিবা।