মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম

দেবী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম pdf, দেবী লক্ষ্মীর ১০৮ নাম, মা লক্ষ্মীর ১০৮ নাম pdf, লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottara Shatanam of Goddess Lakshmi in bengali.

শ্রী শ্রী মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
পদ্মপলাশাক্ষি নাম জয় জয় জয়।
মহালক্ষ্মী নামে হয় সর্ব্বরোগ ক্ষয়।
সুরেশ্বরী নামে নতি করি ভক্তিভরে।
হরিপ্রিয়া নাম স্মরি অন্তর-মাঝারে।
পদ্মালয়া নামে লক্ষ্মী-পদে নমস্কার।
সর্ব্বদাত্রী নামে হয় বিভব-সঞ্চার।
বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে।
ক্ষীরোদধিসুতা নাম স্মরি ভক্তিভরে।
জগন্মাতা নামে নতি পদ্মযুগে করি।
১০হৃদিমাঝে দয়াবতী নাম সদা স্মরি।
১১ত্রৈলোক্যতারিণী নাম করি গো স্মরণ।
১২বসুবৃষ্টিকরী নাম জগত-পাবন।
১৩সর্ব্বভূতহিতৈষিণী নামে নমস্কার।
১৪দেবদেবেশ্বরী নাম সার হৈতে সার।
১৫ভুবনপাবনী নাম স্মরি গো অন্তরে।

মা লক্ষ্মীর ১০৮ নাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
১৬চপলা নামেতে নতি করি ভক্তিভরে।
১৭ভুবন জননী নাম স্মরি বার বার।
১৮আর্ত্তিহন্ত্রী নাম স্মরি অন্তর মাঝার।
১৯ওগো দেবী তব নাম দারিদ্র-হরণী।
২০স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী।
২১ললিতা নামেতে নতি তোমার চরণে।
২২প্রদ্যুম্ন জননী নাম স্মরি হৃষ্টমনে।
২৩শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন।
২৪শীলাবতী নামে স্মরে যত ভক্তগণ।
২৫পিতৃ-মাতৃরূপা নাম স্মরি হৃদিমাঝে।
২৬সম্পত্তিদায়িনী নামে সবে সুখে মজে।
২৭বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার।
২৮কল্যাণী নামেতে তোমা করি নমস্কার।
২৯সাগর-নন্দিনী নাম সাগর-ভবনে।
৩০গুণরাশি-প্রসবিনী তোমা সবে ভণে।

শ্রী শ্রী মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৩১ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন।
৩২ভগবতী নামে তোমা ডাকে সর্ব্বজন।
৩৩শুদ্ধসত্ত্বস্বরূপিণী তোমারই নাম।
৩৪সম্পত্তি-রূপিণী হয় তোমার আখ্যান।
৩৫পার্ব্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে।
৩৬স্বর্গলক্ষ্মী নাম তব অমর নিবাসে।
৩৭মর্ত্ত্যলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার।
৩৮গৃহলক্ষ্মী নাম খ্যাত গৃহীর আগার।
৩৯বৈকুন্ঠে বৈকুন্ঠপ্রিয়া তব এক নাম।
৪০গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান।
৪১ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী।
৪২বৃন্দাবন-বনে নাম ধর রাসেশ্বরী।
৪৩গোলকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা।
৪৪ভক্ত-হৃদে তব নাম সর্ব্বার্থ-সাধিকা।
৪৫মালতী নামেতে থাক মালতী-কাননে।

মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৪৬চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে।
৪৭সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি।
৪৮কুন্দবনে কুন্ডদন্তী নামে খ্যাত তুমি।
৪৯পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে।
৫০কৃষ্ণপ্রিয়া তব নাম ভান্ডীর-কাননে।
৫১কেতকী-কাননে তব সুশীলা আখ্যান।
৫২রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম।
৫৩আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্ব্বস্থানে।
৫৪সিদ্ধগণ ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে।
৫৫এক নাম ধর তুমি শ্রীকদম্বমালা।
৫৬কোচবধূপুরে তুমি কোচরাজবালা।
৫৭সুমতি নামেতে তুমি খ্যাত সর্ব্বস্থান।
৫৮কুমতি নাশিনী হয় তব এক নাম।
৫৯এক নাম ধর তুমি সুপ্রিয়বাদিনী।
৬০কুলিনা তোমার নাম ওগো সুভাষিণী।

বাংলায় শ্রী শ্রী মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৬১স্বাহা নামে শোভা পাও অগ্নির গোচরে।
৬২স্বধা নাম ধর সদা পিতৃলোকপুরে।
৬৩যজ্ঞবিদ্যা তব নাম জগতে প্রচার।
৬৪গুহ্যবিদ্যা নামে তোমা করি নমস্কার।
৬৫আন্বীক্ষিকী তব নাম বিদিত ভুবন।
৬৬দন্ডনীতি বলি নাম করহ ধারণ।
৬৭জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে।
৬৮সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে।
৬৯এক নাম মেধা তুমি করিছ ধারণ।
৭০শ্রদ্ধা নামে  ডাকে তোমা শ্রদ্ধাশীল জন।
৭১সর্ব্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে।
৭২মৃতসঞ্জীবনী নাম শমন-ভবনে।
৭৩মহাভাগা এক নাম জানি গো তোমার।
৭৪সর্ব্বযজ্ঞময়ী নাম সর্ব্বত্র প্রচার।
৭৫মোক্ষদা নামেতে কর মোক্ষ বিতরণ।

শ্রী শ্রী মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম pdf download

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৭৬সুরভি নামেতে কর গো-ধন রক্ষণ।
৭৭সুখদা নামেতে সুখ দেও সবাকারে।
৭৮হর্ষদা নামেতে তোমা স্মরি বারে বারে।
৭৯শ্রীদাত্রী তোমার নাম করি গো স্মরণ।
৮০শস্যা নামে কর তুমি শস্য বিতরণ।
৮১মহাদেবী তব নাম হিমালয়-ঘরে।
৮২সুমেরুবাসিনী নাম সুমেরু-শিখরে।
৮৩ধর্ম্মদাত্রী তব নাম ধর্ম্মের গোচর।
৮৪প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর।
৮৫পরমার্থদাত্রী নাম করহ ধারণ।
৮৬ক্রোধহীনা তব নাম বিদিত ভুবন।
৮৭হরিদাস্যপ্রদায়িনী আখ্যান তোমার।
৮৮কারণরূপিণী নাম জগতে প্রচার।
৮৯অসারহারিণী নাম খ্যাত সর্ব্বস্থানে।
৯০নারায়ণ পরায়ণা নামে তোমা ভণে।

মা লক্ষ্মীর ১০৮ নাম pdf download

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৯১এক নাম ধর তুমি মহাপুণ্যবতী।
৯২নন্দিকেশী নাম তব খ্যাত বসুবতী।
৯৩শচী নামে শোভা পাও দেবরাজপুরে।
৯৪ভোগবতী নামে থাক পাতাল-নগরে।
৯৫অরিষ্টনাশিনী নাম জগতে প্রচার।
৯৬হরিহৃদিবিলাসিনী হরির আগার।
৯৭একবীরা নাম তুমি করহ ধারণ।
৯৮ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ।
৯৯বিরোধিনী তব নাম খ্যাত ভূমন্ডলে।
১০০দিগ্ গজগণেরা তোমা বিধাতৃকা বলে।
১০১শিবদূতী নাম তব জগতে প্রচার।
১০২ষট্ রূপা তব নাম বেদের মাঝার।
১০৩হুঙ্কাররূপিণী নাম সমর-অঙ্গনে।
১০৪জৃম্ভণী নামেতে খ্যাত যোদ্ধার সদনে।
১০৫ভক্তাভিষ্টবিধায়িণী তব এক নাম।
১০৬বিনোদিনী নামে তুমি খ্যাত সর্ব্ব স্থান।
১০৭মদন-দমনী নাম মদনের পুরে।
১০৮শ্রীরতিসুন্দরী নাম রতির গোচরে।

আরোও পড়ুন

Leave a Comment