শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম

লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম pdf, লোকনাথ বাবার ১০৮ নাম, লোকনাথ বাবার ১০৮ নাম pdf, লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottoro shatnam of Baba Loknath in bengali.

শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম

ক্রমিকলোকনাথ বাবার শতনাম
লোকনাথ নাম মর্তে করিলে ধারণ।
মহেশ্বর তব নাম যোগীর সকাশ।
রাজেশ্বর এক নাম জানে যে সকলে।
সর্বদেবদেবী তোমা কহিল বিজয়।
বৈদ্যনাথ নামে রও রোগীর সকাশে।
সু²দেহী তোমার নাম জানে শিষ্যগণ।
অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে।
সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে।
বারদীর বাবা নাম তব বারদীতে।
১০সূ²দর্শী এক নাম জানে আদালতে।
১১রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে।
১২গদাধর এক নাম করিলে ধারণ।
১৩অন্তর্য্যামী নাম তব ভক্তগণ বলে।
১৪মেরুজয়ী তুমি হও মেরুজয় করি।
১৫প্রাণায়ম নামে থাক যোগীর অন্তরে।

লোকনাথ বাবার ১০৮ নাম

১৬কামেশ্বর নামে তুমি কামাখ্যাতে রও।
১৭ব্রহ্মা এক নাম তব প্রচার করিলে।
১৮জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে।
১৯মহাগুরু এক নাম ভক্তগণ পাশে।
২০প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ।
২১বিহিত বিধান কর ঈশ্বর রূপেতে।
২২ঘোষাল কুলমণি কুচুয়ার গ্রামে।
২৩নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত।
২৪কল্পতরু নাম তব দীনহীন পাশে।
২৫নীলকন্ঠ নামে তুমি খ্যাত ত্রিভূবন।
২৬যোগেশ্বর রুপে তোমার বিভূতি প্রকাশ।
২৭জ্যোর্তিময় নাম তব সকলেই বলে।
২৮নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষীরা কয়।
২৯দুঃখত্রাতা নাম হয় দুঃখীগণ পাশে।
৩০আর এক নাম হয় সঙ্কট মোচন।

শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম

৩১ভক্তি বৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে।
৩২দয়াল নামেতে ব্যাঘ্র সন্তানে রক্ষিলে।
৩৩জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রে পুরীতে।
৩৪থ্রিকালজ্ঞ নাম তব বিদিত জগতে।
৩৫কৃষ্ণরূপে অবতীর্ণ হও দ্বাপরেতে।
৩৬শ্রীগৌরাঙ্গ নাম কর অঙ্গেতে ধারণ।
৩৭সদা যোগরুঢ় নাম যোগীগণ বলে
৩৮ফাঁসীর আসামী বলে প্রাণ রক্ষাকারী।
৩৯বাবা নাম ধরে তোমা যত ভক্তবরে।
৪০ইচ্ছাময় নামে ভক্তের বাসনা পুরাও।
৪১গায়ত্রী উচ্চারি দ্বিজের কলহ মিটালে।
৪২রক্ষার্কতা নামে সবার প্রাণ বাঁচাইলে।
৪৩দিবাকর নাম তুমি লও মহাকাশে।
৪৪জগৎসর্বস্ব বাবা হয় তব নাম।
৪৫ভূপতি নামে তুমি আচ সর্ব্ব ভূপেতে।

লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম

৪৬বারদীর ব্রহ্মচারী খ্যাত বারদীতে।
৪৭জাতিস্মর তব নাম সর্ব্বত্র বিদত।
৪৮হৃদয়েশ নামে তোমা ডাকে বঙ্গদেশে।
৪৯জ্ঞান চক্ষুদাতা নাম নরিশা রাখিল।
৫০মহাতেজোময় প্রভু সূর্যের সমান।
৫১সন্দেহনাশক তুমি সকলেই বলে।
৫২সৃষ্টিকর্তা-রূপে সৃষ্টি করিয়া সৃজন।
৫৩দাহক নামেতে পাপ দগ্ধ কর তমি।
৫৪সবার সাক্ষতে তবু তুমি অগোচর।
৫৫শ্রীস্বয়ম্ভুলিঙ্গ নাম তব সহ¯্রারে।
৫৬মহাবিষ্ণু স্বাধিষ্ঠাণে ত্রিলোক পালক।
৫৭অনাহত চক্রের তুমি সমাধি ঈশ্বর।
৫৮শিবনামে আজ্ঞাচক্রে তোমার প্রকাশ।
৫৯দিব্যজ্ঞানময় তুমি শিষ্যগণ বলে।
৬০সত্যনারায়ণ বলি পুজে গৃহীগণ।

বাংলায় শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম

৬১ব্রহ্মাণী রূপেতে তব ব্রহ্মলোকে স্থিতি।
৬২শুভঙ্কর এক নাম সর্ভ শুভকারী।
৬৩অকুলের কুলদাতা তব নাম হয়।
৬৪ভায়োলের রাজা কহে বিঘœনাশ কারী।
৬৫বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগ সার।
৬৬কমলা রাখিল নাম প্রাণের কুমার।
৬৭মহা মহীরুহ তুমি অরণ্য মাঝারে।
৬৮পরিত্রাতা নাম ডাকে যত ভক্তগণ।
৬৯শ্রীগোপাল হয় নাম গোয়ালিনী স্থানে।
৭০ব্রিটিশ রমণী বলে রোগ চিকিৎসক।
৭১দীননাথ নাম এক করেছ ধারণ।
৭২পরম তান্ত্রিক তুমি তান্ত্রিকের ঠাঁই।
৭৩শিবকল্প নামে তোমা ডাকে শৈবগণে।
৭৪অজ্ঞান তিমিরহারী শিষ্যরা বলিল।
৭৫মহাপরীক্ষক নাম করিল প্রমাণ।

শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম pdf download

৭৬বহুরূপ এক নাম জানিল সকলে।
৭৭পালকরূপেতে সবে করিছ পালন।
৭৮দুঃখনাশী নামে তোমা চরণে প্রনমি।
৭৯সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্ব চরাচর।
৮০কুÐলিনী শক্তিরূপে রহ গুহ্যদ্বারে।
৮১মনিপুরে সর্বতাপ বিনাশকারক।
৮২কন্ঠদেশে সুর¯্রষ্টা নাম শুভকর।
৮৩সহ¯্রারে বিন্দুরূপে তোমার নিবাস।
৮৪অনন্ত নামেতে তুমি রয়েছ পাতালে।
৮৫কমলার পতি নামে খ্যাত ত্রিভুবন।
৮৬উমানাথ নামে তব কৈলাসে বসতি।
৮৭বিদ্যা-বুদ্ধি দাও বিদ্যাধর নাম ধরি।
৮৮ভবার্ণবে ত্রাণকর্তা নাম সবে কয়।
৮৯বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারী।
৯০মায়াধীশ নামে ভক্ত ডাকে বারে বার।

লোকনাথ বাবার ১০৮ নাম pdf download

৯১রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার।
৯২মেরুজয়ী তব নাম জানে সর্ব নরে।
৯৩সর্ববেত্তা এক নাম করহ ধারণ।
৯৪দুষ্টের দমন নাম ব্রাহ্মণেরা জানে।
৯৫সর্পদষ্ট ব্যক্তি বলে বিষ চিকিৎসক।
৯৬আর এক নাম তব ভূভার হরণ।
৯৭পরম বৈষ্ণব জানে বৈষ্ণব সবাই।
৯৮সূর্য নাম দেয় তব যত সৌরীগণে।
৯৯গাণপত্যগণ ভনে গণেশ নামেতে।
১০০ষড়ৈশ্বর্যরূরপী তুমি ভক্তগণে কয়।
১০১ছলাময় নাম তোমা শ্রীধর রাখিল।
১০২দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয়।
১০৩মহাব্যোমচারী নাম জগতে বিরাজে।
১০৪সর্বধর্ম রূপে আছ সবার মাঝেতে।
১০৫গৃহকর্তা রূপে আছ সবার মাঝেতে।
১০৬ত্রিলোক উদ্ধার নাম বারদীতে দিল।
১০৭স্থবর জঙ্গম তুমি ব্যাপ্ত সমুদয়।
১০৮মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে।

আরোও পড়ুন

Leave a Comment