লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম pdf, লোকনাথ বাবার ১০৮ নাম, লোকনাথ বাবার ১০৮ নাম pdf, লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottoro shatnam of Baba Loknath in bengali.
শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনামক্রমিক লোকনাথ বাবার শতনাম ১ লোকনাথ নাম মর্তে করিলে ধারণ। ২ মহেশ্বর তব নাম যোগীর সকাশ। ৩ রাজেশ্বর এক নাম জানে যে সকলে। ৪ সর্বদেবদেবী তোমা কহিল বিজয়। ৫ বৈদ্যনাথ নামে রও রোগীর সকাশে। ৬ সু²দেহী তোমার নাম জানে শিষ্যগণ। ৭ অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে। ৮ সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে। ৯ বারদীর বাবা নাম তব বারদীতে। ১০ সূ²দর্শী এক নাম জানে আদালতে। ১১ রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে। ১২ গদাধর এক নাম করিলে ধারণ। ১৩ অন্তর্য্যামী নাম তব ভক্তগণ বলে। ১৪ মেরুজয়ী তুমি হও মেরুজয় করি। ১৫ প্রাণায়ম নামে থাক যোগীর অন্তরে।
লোকনাথ বাবার ১০৮ নাম১৬ কামেশ্বর নামে তুমি কামাখ্যাতে রও। ১৭ ব্রহ্মা এক নাম তব প্রচার করিলে। ১৮ জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে। ১৯ মহাগুরু এক নাম ভক্তগণ পাশে। ২০ প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ। ২১ বিহিত বিধান কর ঈশ্বর রূপেতে। ২২ ঘোষাল কুলমণি কুচুয়ার গ্রামে। ২৩ নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত। ২৪ কল্পতরু নাম তব দীনহীন পাশে। ২৫ নীলকন্ঠ নামে তুমি খ্যাত ত্রিভূবন। ২৬ যোগেশ্বর রুপে তোমার বিভূতি প্রকাশ। ২৭ জ্যোর্তিময় নাম তব সকলেই বলে। ২৮ নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষীরা কয়। ২৯ দুঃখত্রাতা নাম হয় দুঃখীগণ পাশে। ৩০ আর এক নাম হয় সঙ্কট মোচন।
শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম৩১ ভক্তি বৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে। ৩২ দয়াল নামেতে ব্যাঘ্র সন্তানে রক্ষিলে। ৩৩ জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রে পুরীতে। ৩৪ থ্রিকালজ্ঞ নাম তব বিদিত জগতে। ৩৫ কৃষ্ণরূপে অবতীর্ণ হও দ্বাপরেতে। ৩৬ শ্রীগৌরাঙ্গ নাম কর অঙ্গেতে ধারণ। ৩৭ সদা যোগরুঢ় নাম যোগীগণ বলে ৩৮ ফাঁসীর আসামী বলে প্রাণ রক্ষাকারী। ৩৯ বাবা নাম ধরে তোমা যত ভক্তবরে। ৪০ ইচ্ছাময় নামে ভক্তের বাসনা পুরাও। ৪১ গায়ত্রী উচ্চারি দ্বিজের কলহ মিটালে। ৪২ রক্ষার্কতা নামে সবার প্রাণ বাঁচাইলে। ৪৩ দিবাকর নাম তুমি লও মহাকাশে। ৪৪ জগৎসর্বস্ব বাবা হয় তব নাম। ৪৫ ভূপতি নামে তুমি আচ সর্ব্ব ভূপেতে।
লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম৪৬ বারদীর ব্রহ্মচারী খ্যাত বারদীতে। ৪৭ জাতিস্মর তব নাম সর্ব্বত্র বিদত। ৪৮ হৃদয়েশ নামে তোমা ডাকে বঙ্গদেশে। ৪৯ জ্ঞান চক্ষুদাতা নাম নরিশা রাখিল। ৫০ মহাতেজোময় প্রভু সূর্যের সমান। ৫১ সন্দেহনাশক তুমি সকলেই বলে। ৫২ সৃষ্টিকর্তা-রূপে সৃষ্টি করিয়া সৃজন। ৫৩ দাহক নামেতে পাপ দগ্ধ কর তমি। ৫৪ সবার সাক্ষতে তবু তুমি অগোচর। ৫৫ শ্রীস্বয়ম্ভুলিঙ্গ নাম তব সহ¯্রারে। ৫৬ মহাবিষ্ণু স্বাধিষ্ঠাণে ত্রিলোক পালক। ৫৭ অনাহত চক্রের তুমি সমাধি ঈশ্বর। ৫৮ শিবনামে আজ্ঞাচক্রে তোমার প্রকাশ। ৫৯ দিব্যজ্ঞানময় তুমি শিষ্যগণ বলে। ৬০ সত্যনারায়ণ বলি পুজে গৃহীগণ।
বাংলায় শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম৬১ ব্রহ্মাণী রূপেতে তব ব্রহ্মলোকে স্থিতি। ৬২ শুভঙ্কর এক নাম সর্ভ শুভকারী। ৬৩ অকুলের কুলদাতা তব নাম হয়। ৬৪ ভায়োলের রাজা কহে বিঘœনাশ কারী। ৬৫ বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগ সার। ৬৬ কমলা রাখিল নাম প্রাণের কুমার। ৬৭ মহা মহীরুহ তুমি অরণ্য মাঝারে। ৬৮ পরিত্রাতা নাম ডাকে যত ভক্তগণ। ৬৯ শ্রীগোপাল হয় নাম গোয়ালিনী স্থানে। ৭০ ব্রিটিশ রমণী বলে রোগ চিকিৎসক। ৭১ দীননাথ নাম এক করেছ ধারণ। ৭২ পরম তান্ত্রিক তুমি তান্ত্রিকের ঠাঁই। ৭৩ শিবকল্প নামে তোমা ডাকে শৈবগণে। ৭৪ অজ্ঞান তিমিরহারী শিষ্যরা বলিল। ৭৫ মহাপরীক্ষক নাম করিল প্রমাণ।
শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম pdf download৭৬ বহুরূপ এক নাম জানিল সকলে। ৭৭ পালকরূপেতে সবে করিছ পালন। ৭৮ দুঃখনাশী নামে তোমা চরণে প্রনমি। ৭৯ সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্ব চরাচর। ৮০ কুÐলিনী শক্তিরূপে রহ গুহ্যদ্বারে। ৮১ মনিপুরে সর্বতাপ বিনাশকারক। ৮২ কন্ঠদেশে সুর¯্রষ্টা নাম শুভকর। ৮৩ সহ¯্রারে বিন্দুরূপে তোমার নিবাস। ৮৪ অনন্ত নামেতে তুমি রয়েছ পাতালে। ৮৫ কমলার পতি নামে খ্যাত ত্রিভুবন। ৮৬ উমানাথ নামে তব কৈলাসে বসতি। ৮৭ বিদ্যা-বুদ্ধি দাও বিদ্যাধর নাম ধরি। ৮৮ ভবার্ণবে ত্রাণকর্তা নাম সবে কয়। ৮৯ বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারী। ৯০ মায়াধীশ নামে ভক্ত ডাকে বারে বার।
লোকনাথ বাবার ১০৮ নাম pdf download৯১ রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার। ৯২ মেরুজয়ী তব নাম জানে সর্ব নরে। ৯৩ সর্ববেত্তা এক নাম করহ ধারণ। ৯৪ দুষ্টের দমন নাম ব্রাহ্মণেরা জানে। ৯৫ সর্পদষ্ট ব্যক্তি বলে বিষ চিকিৎসক। ৯৬ আর এক নাম তব ভূভার হরণ। ৯৭ পরম বৈষ্ণব জানে বৈষ্ণব সবাই। ৯৮ সূর্য নাম দেয় তব যত সৌরীগণে। ৯৯ গাণপত্যগণ ভনে গণেশ নামেতে। ১০০ ষড়ৈশ্বর্যরূরপী তুমি ভক্তগণে কয়। ১০১ ছলাময় নাম তোমা শ্রীধর রাখিল। ১০২ দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয়। ১০৩ মহাব্যোমচারী নাম জগতে বিরাজে। ১০৪ সর্বধর্ম রূপে আছ সবার মাঝেতে। ১০৫ গৃহকর্তা রূপে আছ সবার মাঝেতে। ১০৬ ত্রিলোক উদ্ধার নাম বারদীতে দিল। ১০৭ স্থবর জঙ্গম তুমি ব্যাপ্ত সমুদয়। ১০৮ মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে।
আরোও পড়ুন