শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম

শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম pdf, বিষ্ণুর ১০৮ নাম, বিষ্ণুর ১০৮ নাম pdf, বিষ্ণুর অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottoro shatanam of shri bishnu in bengali.

ভগবান শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ বিষ্ণবে নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার।
ঔঁ কেশবায় নমঃ
ভগবান কেশবকে নমস্কার।
ঔঁ কেশিশত্রভে নমঃ
কেশীর শত্রুকে নমস্কার।
ঔঁ সনাতনায় নমঃ
শাশ্বত প্রভুকে নমস্কার।
ঔঁ কামসারায়ে নমঃ
কামসার হত্যাকারীকে নমস্কার।
ঔঁ ধেনুকারায়ে নমঃ
গরুর রক্ষাকর্তাকে নমস্কার।
ঔঁ শিশুপালীপবে নমঃ
শিশুপাল রাক্ষস ধ্বংসকারীকে নমস্কার।
ঔঁ প্রভুভে নমঃ
প্রভুকে নমস্কার।
ঔঁ যশোদানন্দনায় নমঃ
যশোদার প্রিয় পুত্রকে নমস্কার।
ঔঁ শৌরায়ে নমঃ
সাহসী প্রভুকে নমস্কার।
ঔঁ পুণ্ডরীকানিভেক্ষনায় নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যার চোখ পদ্মের মতো।
ঔঁ দামোদরায় নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যার কোমরে দড়ি বাঁধা।
ঔঁ জগন্নাথায় নমঃ
মহাবিশ্বের প্রভু জগন্নাথকে নমস্কার।
ঔঁ জগতকর্ত্রে নমঃ
বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে নমস্কার।
ঔঁ জগৎপ্রিয়ায় নমঃ
বিশ্বজগতের প্রিয়তমকে নমস্কার।

বিষ্ণুর ১০৮ নাম

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ নারায়ণায় নমঃ
ভগবান নারায়ণকে নমস্কার যিনি সকল প্রাণীর পরম আশ্রয়।
ঔঁ বলিধ্বংসে নমঃ
দানব বলীর বিনাশকারীকে নমস্কার।
ঔঁ বামনায় নমঃ
ভগবান বিষ্ণুর অবতার ভগবান বামনকে নমস্কার।
ঔঁ অদিতিনন্দনায় নমঃ
অদিতির পুত্রকে নমস্কার।
ঔঁ কৃষ্ণায় নমঃ
ভগবান কৃষ্ণকে নমস্কার।
ঔঁ যদুকুলশ্রেষ্ঠায় নমঃ
যদু রাজবংশের মধ্যে শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণকে নমস্কার।
ঔঁ বাসুদেবায় নমঃ
ভগবান বাসুদেবকে নমস্কার।
ঔঁ বাসুপ্রদায়ায় নমঃ
সম্পদ ও প্রাচুর্যদাতাকে নমস্কার।
ঔঁ অনন্তায় নমঃ
অসীম এবং চিরন্তন প্রভুকে নমস্কার।
ঔঁ কৈতভরায়ে নমঃ
দানব কৈতভের বিনাশকারীকে নমস্কার।
ঔঁ মল্লজিতে নমঃ
মল্ল বিজয়ীকে নমস্কার।
ঔঁ নরকান্তকায়া নমঃ
নরক রাক্ষস ধ্বংসকারীকে নমস্কার।
ঔঁ অচ্যুতায়া নমঃ
ভগবান অচ্যুতাকে নমস্কার যিনি অবিনশ্বর এবং অবিনশ্বর।
ঔঁ শ্রীধারায় নমঃ
ভগবান শ্রীধারাকে নমস্কার, যিনি সমৃদ্ধি ও সম্পদ ধারণ করেন এবং প্রদান করেন।
ঔঁ শ্রীমতে নমঃ
শুভ ও ঐশ্বর্য দ্বারা শোভিত ভগবানকে নমস্কার।

শ্রী শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ শ্রীপতয়ে নমঃ
লক্ষ্মীর স্বামীকে নমস্কার, যিনি সম্পদ ও প্রাচুর্যের দেবী।
ঔঁ পুরুষোত্তমায়া নমঃ
পরম পুরুষকে নমস্কার, যিনি সকল প্রাণীর মধ্যে সর্বোচ্চ।
ঔঁ গোবিন্দায় নমঃ
ভগবান গোবিন্দকে নমস্কার, ভগবান বিষ্ণুর অন্য নাম।
ঔঁ বনমালিনে নমঃ
বন ফুলের মালা দিয়ে সজ্জিত ভগবানকে নমস্কার।
ঔঁ হৃষীকেশায় নমঃ
ইন্দ্রিয়ের কর্তা ভগবান হৃষীকেশকে নমস্কার।
ঔঁ অখিলার্তঘনে নমঃ
সকল দুঃখ ও দুঃখ দূরকারীকে নমস্কার।
ঔঁ নৃসিংহায় নমঃ
ভগবান নরসিংহকে নমস্কার, যিনি অর্ধপুরুষ, অর্ধ-সিংহের রূপে ভগবান বিষ্ণুর অবতার।
ঔঁ দৈত্যশত্রভে নমঃ
দানব বিনাশকারীকে নমস্কার।
ঔঁ মৎস্যদেবায় নমঃ
মৎস্য (মাছ) আকারে ভগবানকে নমস্কার
ঔঁ জগন্মায়ায় নমঃ
প্রভুকে নমস্কার, যিনি মহাবিশ্বের সার ও স্রষ্টা।
ঔঁ ভূমিধারিণে নমঃ
পৃথিবীর ধারককে নমস্কার।
ঔঁ মহাকূরমায়া নমঃ
ভগবান কুরমাকে নমস্কার, যিনি মহান কচ্ছপের রূপে ভগবান বিষ্ণুর অবতার।
ঔঁ বরাহায় নমঃ
ভগবান বরাহাকে নমস্কার, যিনি শুয়োরের রূপে ভগবান বিষ্ণুর অবতার।
ঔঁ প্রুথিভিপতায়ে নমঃ
পৃথিবীর গুরুকে নমস্কার।
ঔঁ বৈকুণ্থায় নমঃ
বৈকুণ্ঠে বসবাসকারী ভগবান বিষ্ণুকে নমস্কার।

বিষ্ণুর অষ্টত্তর শতনাম

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ পিতৃবাসসে নমঃ
হলুদ পোশাকে অলংকৃত ভগবানকে নমস্কার।
ঔঁ চক্রপাণায় নমঃ
সুদর্শন চক্র ধারণকারী ভগবান বিষ্ণুকে (চক্রপাণি) নমস্কার।
ঔঁ গদাধরায় নমঃ
গদাধারী ভগবান গদাধরায় নমস্কার।
ঔঁ শঙ্খভৃতে নমঃ
যিনি শঙ্খ ধারণ করেন তাকে নমস্কার।
ঔঁ পদ্মপানে নমঃ
পদ্মের ধারক ভগবান পদ্মপানিকে নমস্কার।
ঔঁ নন্দকাইনে নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যিনি নন্দক নামক তরবারি চালান।
ঔঁ গরুড়ধ্বজায়া নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যার পতাকা গরুড়ের প্রতীক বহন করে।
ঔঁ চতুর্ভুজায়া নমঃ
চার হাতের অধিকারী ভগবান বিষ্ণুকে নমস্কার।
ঔঁ মহাসত্বায় নমঃ
মহান শক্তিমান প্রভুকে নমস্কার।
ঔঁ মহাবুদ্ধায়ে নমঃ
পরম বুদ্ধি ও প্রজ্ঞার অধিকারী ভগবান বিষ্ণুকে নমস্কার।
ঔঁ মহাভুজায়া নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যার শক্তিশালী বাহু রয়েছে।
ঔঁ মহাতেজসে নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যিনি অপরিমেয় তেজ ও জাঁকজমক বিকিরণ করেন।
ঔঁ মহাবাহুপ্রিয়ায় নমঃ
প্রভুকে নমস্কার যিনি পরাক্রমশালী বাহুতে আনন্দ করেন।
ঔঁ মহোৎসবায় নমঃ
মহান উদযাপন এবং উত্সবের প্রভুকে নমস্কার।
ঔঁ প্রভবে নমঃ
প্রভুকে নমস্কার যিনি সকল ক্ষমতা ও কর্তৃত্বের উৎস।

বাংলায় শ্রী শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ বিশ্বক্ষেনায় নমঃ
বিশ্বকসেনকে নমস্কার, যিনি জগতের অধিপতি।
ঔঁ শার্ঘিনে নমঃ
শত্রু ও বাধার বিনাশকারীকে নমস্কার।
ঔঁ পদ্মনাভয় নমঃ
ভগবান পদ্মনাভকে নমস্কার, (যেখানে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম বের হয়েছিল)
ঔঁ জনার্দানায় নমঃ
সকল প্রাণীর রক্ষক ও কল্যাণদাতা ভগবান জনার্দনাকে নমস্কার।
ঔঁ তুলসীভল্লভায়া নমঃ
তুলসীর প্রিয়তমকে নমস্কার।
ঔঁ অপরায়া নমঃ
ভগবান বিষ্ণুকে নমস্কার, যিনি চূড়ান্ত লক্ষ্য বা গন্তব্য।
ঔঁ পরেশয় নমঃ
পরম প্রভুকে নমস্কার।
ঔঁ পরমেশ্বরায় নমঃ
সকলের পরম শাসক ও নিয়ন্ত্রককে নমস্কার।
ঔঁ পরমক্লেশহারিণে নমঃ
সকল দুঃখ ও কষ্ট দূরকারীকে নমস্কার।
ঔঁ পরত্রসুখদায় নমঃ
সকল ক্ষেত্রে সুখ ও আনন্দের দানকারীকে নমস্কার।
ঔঁ পরশমাই নমঃ
পরম সত্তাকে নমস্কার, চরম বাস্তবতা।
ঔঁ হৃদয়স্থায় নমঃ
হৃদয়ে অবস্থানকারী প্রভুকে নমস্কার।
ঔঁ অম্বরস্থায় নমঃ
আকাশে বা স্বর্গে বসবাসকারী প্রভুকে নমস্কার।
ঔঁ আয়ায় নমঃ
ভগবানকে নমস্কার, যিনি ঐশ্বরিক জ্ঞানের মূর্ত প্রতীক।
ঔঁ মোহাদায় নমঃ
ভ্রম ও অজ্ঞতা দূরকারীকে নমস্কার।

শ্রী শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম pdf download

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ মোহনাশনায় নমঃ
সংযুক্তি এবং কামনার বিনাশকারীকে নমস্কার।
ঔঁ সমস্তাপতকধ্বমসিনে নমঃ
সকল পাপ ও অন্যায়ের বিনাশকারীকে নমস্কার।
ঔঁ মহাবলবালান্তকায়া নমঃ
পরাক্রমশালী প্রভুকে নমস্কার যিনি শক্তিশালীদের শক্তির অবসান ঘটান।
ঔঁ রুক্মিণীরামনায় নমঃ
ভগবানকে নমস্কার যিনি রুক্মিণীর সাথে থাকতে পেরে আনন্দ পান।
ঔঁ রুক্মীপ্রতিজ্ঞাখন্দনায়া নমঃ
ভগবানকে নমস্কার যিনি রুক্মীর (রুক্মিণীর ভাই) দ্বারা করা মিথ্যা প্রতিশ্রুতিগুলি ভেঙে দিয়েছেন।
ঔঁ মহতে নমঃ
মহান সত্ত্বাকে নমস্কার।
ঔঁ দমবদ্ধায় নমঃ
প্রেমময় ও স্নেহময় প্রভুকে নমস্কার।
ঔঁ ক্লেশহারিনে নমঃ
সকল দুঃখ ও ক্লেশ দূরকারীকে নমস্কার।
ঔঁ গোবর্ধনধারায় নমঃ
প্রভুকে নমস্কার যিনি গোবর্ধন পর্বতকে উত্তোলন ও ধারণ করেছেন।
ঔঁ হারায়ে নমঃ
ভগবান হরিকে নমস্কার, যিনি মুক্তিদাতা।
ঔঁ পুতনারায়ে নমঃ
দানব পুতনা ধ্বংসকারীকে নমস্কার।
ঔঁ মুষ্টিকারায়ে নমঃ
মুষ্টিকা রাক্ষসের জয়ীকে নমস্কার।
ঔঁ যমলার্জুনভঞ্জনায়া নমঃ
যমজ অর্জুন বৃক্ষকে ছিন্নভিন্নকারী ভগবানকে নমস্কার।
ঔঁ উপেন্দ্রায় নমঃ
ভগবান উপেন্দ্রকে নমস্কার, ভগবান বিষ্ণুর আরেকটি নাম।
ঔঁ বিশ্বমূর্তয়ে নমঃ
প্রভুকে নমস্কার যিনি সমগ্র বিশ্বকে মূর্ত করেছেন।

বিষ্ণুর ১০৮ নাম pdf download

অষ্টোত্তর শতনাম ও (বাংলা অর্থ)
ঔঁ ব্যোমপদায় নমঃ
ভগবানের চরণে নমস্কার যা সমগ্র মহাবিশ্বকে আবৃত করে (এটি বামনের অবতারের প্রসঙ্গে)।
ঔঁ সনাতনায় নমঃ
শাশ্বত প্রভুকে নমস্কার।
ঔঁ পরমাত্মনে নমঃ
পরমাত্মাকে নমস্কার।
ঔঁ পরব্রহ্মণে নমঃ
অতীন্দ্রিয় ও পরম ব্রহ্মকে নমস্কার।
ঔঁ প্রণতার্তিবিনাশনায় নমঃ
যারা তাঁর শরণাপন্ন হয় তাদের দুঃখ-কষ্টের বিনাশকারীকে নমস্কার।
ঔঁ ত্রিবিক্রমায় নমঃ
ভগবান ত্রিবিক্রমকে নমস্কার।
ঔঁ মহামায়ায় নমঃ
প্রভুর মহান মায়াময় শক্তিকে নমস্কার।
ঔঁ যোগভিদে নমঃ
সকল প্রকার যোগের জ্ঞাতাকে নমস্কার।
ঔঁ বিশতারাশ্রাবসে নমঃ
প্রভুকে নমস্কার যার খ্যাতি ও মহিমা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।
ঔঁ শ্রীনিধায়ে নমঃ
সমস্ত শুভ ও সমৃদ্ধির ভান্ডারের অধিপতিকে নমস্কার।
ঔঁ শ্রীনিবাসায় নমঃ
লক্ষ্মীর আবাস (ধন ও সমৃদ্ধির দেবী) ভগবান শ্রীনিবাসকে নমস্কার।
ঔঁ যজ্ঞভোকত্রে নমঃ
সকল যজ্ঞভোগকারীকে নমস্কার।
ঔঁ সুখপ্রদায়ায় নমঃ
সুখের দানকারীকে নমস্কার
ঔঁ যজ্ঞেশ্বরায় নমঃ
ঐশ্বরিক আগুনের প্রভুকে নমস্কার।
ঔঁ রাবনারায়ে নমঃ
রাবণ ধ্বংসকারীকে নমস্কার।
ঔঁ প্রলম্বঘ্নায় নমঃ
প্রলম্বসুর রাক্ষস বধকারীকে নমস্কার।
ঔঁ অক্ষয়ায় নমঃ
অবিনশ্বর ও চিরন্তন প্রভুকে নমস্কার।
ঔঁ অব্যয় নমঃ
অবিনাশী এবং অপরিবর্তনীয় প্রভুকে নমস্কার।

আরোও পড়ুন

Leave a Comment