গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম

গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম pdf, গণেশ দেবতার ১০৮ নাম, গণেশ দেবতার ১০৮ নাম pdf, গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottara Shatanam of Lord Ganesh in bengali.

ভগবান শ্রী শ্রী গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
প্রথমে গণেশ নাম রাখিল পাবক।
পরে নাম গণাধিপ রাখিল ত্র্যম্বক।
যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ।
নাম রাখে গণাগ্রহী নমুচিসূদন।
নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ।
গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ।
নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয়।
নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয়।
গণচলবাসী নাম দিল শ্রীভাস্কর।
১০গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর।
১১নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ।
১২নাম রাখিলেন গণকর্ত্তা সহস্রাক্ষ।
১৩গণপতি নামে ডাকে তাঁর পিতা হর।
১৪নাম রাখে গজানন দেব দামোদর।
১৫নাম দিল গৌরীসুত মহাদেবী তারা।

গণেশ দেবতার ১০৮ নাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
১৬গজকর্ণ নাম দিলেন মুনি শ্রীঅঙ্গিরা।
১৭দানিলেন গজবক্ত নাম সেই মনু।
১৮বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু।
১৯গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি।
২০নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি।
২১নাম রাখে উমাপুত্র যে মেনকারাণী।
২২বিঘ্ন বিনাশন নাম দিল অব্জযোনি।
২৩বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন।
২৪নাম দেন বিঘ্নকর্ত্তা রুক্মিণী-রমণ।
২৫নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি।
২৬বিঘ্ন বিনায়ক নাম দিল শম্বরারি।
২৭বিঘ্নসিদ্ধি নাম দিয়েছেন কংসাবতি।
২৮বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি।
২৯নাম দেন বিঘ্ন-বিনাশক খগেশ্বর।
৩০বিঘ্নহর্ত্তা নাম দিয়েছেন নাগেশ্বর।

শ্রী শ্রী গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৩১পার্ব্বতীপ্রিয় নাম দেন মাতামহী।
৩২নাম রাখিলেন হরসূনু মহামতী।
৩৩এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা।
৩৪নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা।
৩৫দেবেরদেবেশ নাম দিয়েছিল বিষ্ণু।
৩৬স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু।
৩৭নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন।
৩৮প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ।
৩৯কাম অরিসূনু নাম রাখেন হারিত।
৪০রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত।
৪১সুমুখ তার নাম রাখিল সম্বর্ত্ত।
৪২সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্ত।
৪৩সুলেখক নাম দিল বেদব্যাস।
৪৪ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস।
৪৫ভালচন্দ্র নাম ভাল দিয়েছে উষণা।

গণেশ দেবতার অষ্টত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৪৬অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা।
৪৭নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভোলি।
৪৮মূষিকবাহন নাম দিয়েছে মাতালি।
৪৯বজ্রতুন্ড নাম দিয়েছেন বজ্রানি।
৫০সদাদান নাম দিয়েছেন বীণাপাণি।
৫১পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ূধ শম্ব।
৫২শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব।
৫৩অত্রি দিয়েছেন ত্রিলোচন ভাল নাম।
৫৪মাতা জগদ্বাত্রী দিল চতুর্ভূজ নাম।
৫৫একদন্ত রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত।
৫৬বিকট আর নাম রাখেন মরুত।
৫৭রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম।
৫৮সিদ্ধিসেনাগ্রজ নাম রাখেন শ্রীযম।
৫৯সিদ্ধিদাতা নাম ভাল রাখেন বিষ্ণুরথ।
৬০সিদ্ধি বিনায়ক নাম রাখে শাতাতপ।

বাংলায় শ্রী শ্রী গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৬১নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি।
৬২সিদ্ধসাধক নাম রাখে পশুপতি।
৬৩সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ।
৬৪নাম রাখে সিদ্ধদেব সূনু গ্রহশ্রেষ্ঠ।
৬৫যজ্ঞসিদ্ধি নাম রাখিলেন ক্রুতু।
৬৬মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু।
৬৭যোগসিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল।
৬৮জপসিদ্ধি নাম রাখিল অনিল।
৬৯দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি।
৭০কর্ম্মসিদ্ধি নাম রাখিলেন মহাশূলী।
৭১নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি।
৭২তপঃসিদ্ধি নাম রাখে শান্ডিল্য মহর্ষি।
৭৩সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি।
৭৪দানিল সর্ব্বজ্ঞ নাম জনক রাজর্ষি।
৭৫স্বস্তিদঃ নাম রাখিলেন শ্রীদক্ষ।

শ্রী শ্রী গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম pdf download

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৭৬তাঁর নাম দানিলেন ঋদ্ধিদঃ ঋভুক্ষ।
৭৭ঋতজ্ঞান নাম দানিলেন বিরিঞ্চি।
৭৮ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি।
৭৯ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল।
৮০দিলেন ঋতম নাম সপ্তর্ষি মন্ডল।
৮১সত্যম্ আর নাম রাখেন পুলহ।
৮২গুণাতীতম নাম দেন পিতামহ।
৮৩নাম দিয়েছেন পুরুষম শ্রীপুলস্ত্য।
৮৪কৃষ্ণপিঙ্গলাম নাম দিলেন অগস্থ্য।
৮৫শুদ্ধাত্মা নাম তবে দিলেন কর্দ্দম।
৮৬মহামৃত্যুসুত নাম দানিলেন যম
৮৭ভক্তবত্সল নাম রাখেন ইন্দ্রানী।
৮৮সর্ব্বভীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী।
৮৯শৈলাসুতাসুত নাম রাখে হিমালয়।
৯০ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয়।

গণেশ দেবতার ১০৮ নাম pdf download

ক্রমিকঅষ্টোত্তর শতনাম
৯১দ্বিরদানন নাম দিয়েছেন খগেশ্বর।
৯২সর্ব্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর।
৯৩বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা।
৯৪দ্বৈমাতুর নাম দিলেন চন্ডিকা।
৯৫বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব।
৯৬ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব।
৯৭অক্ষর নাম ভাল দিলেন অর্য্যমা।
৯৮নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা।
৯৯নাম দিয়েছেন ব্রহ্মবর্চ্চস বশিষ্ঠ।
১০০ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ।
১০১ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র।
১০২সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র।
১০৩প্রণবস্বরূপ নামে হন সনাতন।
১০৪অদ্বৈত্বস্বরূপ হন জগত্কারণ।
১০৫-৬অস্তর্য্যামিস্বরূপ আর নাম ব্রহ্মরূপ।
১০৭-৮জ্যোতির্জ্জ্যোতিস্বয়ংজ্যোতি পূর্ণব্রহ্মস্বরূপ।

আরোও পড়ুন

Leave a Comment