শ্রী শিবের অষ্টোত্তর শতনাম, শ্রীশ্রীশিবের অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম, শিবের অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী শিবের ১০৮ টি নাম।
ভগবান শিবের অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম, শিবের অষ্টোত্তর শতনাম, শ্রী শ্রী শিবের ১০৮ টি নাম।
shiber ashtottara shatanamavali, shiber ashtottara satnam, shiber astottaro satanam in bengali, shiber astottaro satanam lyrics.
শতনাম বাংলায়, শিবের অষ্টোত্তর শতনাম, শিবের অষ্টোত্তর শতনাম বাংলায়, শিবের অষ্টোত্তর শতনাম PDF File, শ্রীশিবের অষ্টোত্তর শতনাম Lyrics.
শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম
অনাদির আদি নাম রাখিল বিধাতা ।।
মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।।
জগদগুরু নাম রাখিল মুরারি ।
দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি ।।
মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।
গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।।
ভাগীরথী নাম রাখি দেব শূলপানি ।
ভোলানাথ বলি নাম রাখিল শিবানী।।
জলেশ্বর নাম মোর রাখিল বরুণ ।
রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।।
নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।
ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু ।।
তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।
পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন ।।
রজত বরণ বলি নাম গিরিবর ।
নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।।
যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।
বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।।
সূর্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।
চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্কশেখর ।।
মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।
বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।।
বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।
শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন ।।
শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।
রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।।
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ।
ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী ।।
কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ ।
বদরিকাননে নাম হয় কেদারনাথ ।।
শমন রাখিল নাম সত্য সনাতন ।
ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।।
পবন রাখিল নাম মহা তেজোময় ।
ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।।
ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।
ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।।
মহেশ বলিয়া নাম রাখে দশানন ।
বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।।
শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।
বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।।
জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।
বিজয়া রাখিল নাম অনাথের পতি।।
তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।
মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।।
শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ।
ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।।
প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।
চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।।
সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।
আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।।
বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।
রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।।
ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।
দীনের শরণ নাম রাখিল নারদ ।।
বীরভদ্র নাম মোর রাখে হলধর ।
গন্ধর্ব রাখিল নাম গন্ধ ঈশ্বর ।।
অজিরা রাখিল নাম পাপতাশহারী ।
দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।।
ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।
বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।।
কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।
ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুনি ।।
সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।
আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।।
রতিপতি নাম রাখে মদন-দহন ।
দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।।
জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ ।
বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।।
পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।
গৌতম রাখিল নাম জনমনে হারী ।।
ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।
বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর ।।
মর্ত্যলোকে নাম রাখে সর্বপাপহর ।
জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর ।।
কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।
ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী ।।
ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী ।
ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।।
উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর ।
অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।।
দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।
সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর ।।
হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।
ভরত রাখল নাম ঊমা মহেশ্বর ।।
জলস্বর নাম রাখে করুণা সাগর ।
মম ভক্তগণ বলে সংসারের সার ।।
ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব ।
চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।।
জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ ।
ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ ।।
দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।
দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।।
দীননাথ নাম মোর কশ্যপ রাখিল ।
বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।।
কালীঘাটে সিদ্ধপার্টে মকুল ঈশ্বর ।
পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।।
গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর ।
মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর ।।
কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।
ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।।
ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।
শ্বেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম ।।
বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।
মহালক্ষ্মী রাখে নাম অশিব নাশন ।।
অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।
গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।।
ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।
বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।।
আরোও পড়ুন
- শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা দুর্গার অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী রাধাররাণীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী ভগবান শিবের অষ্টোত্তর শতনাম
- শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম
- হনুমানের অষ্টোত্তর শতনাম
- শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম
- গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম
- শনিদেবের অষ্টোত্তর শতনাম
- মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম