রাধারানীর অষ্টোত্তর শতনাম pdf

রাধারানীর অষ্টোত্তর শতনাম pdf, রাধার ১০৮ নাম, রাধার ১০৮ নাম pdf, অষ্টোত্তর শতনাম lyrics, radha astottaro satanam in bengali, রাধা অষ্টোত্তর শতনাম।

শ্রীশ্রীরাধার অষ্টোত্তর শতনাম, শ্রী রাধার অষ্টত্তর শতনাম, শ্রী রাধার অষ্টতর শতনাম, শ্রী রাধার ১০৮ টি নাম বাংলায়, রাধারানীর ১০৮ নাম, radha astottaro satanam, astottaro satanam pdf, রাধার শতনাম, রাধা রানীর ১০৮ নাম দেওয়া হল।

শতনাম বাংলায়, রাধারাণীর অষ্টোত্তর শতনাম, শ্রীরাধার অষ্টোত্তর শতনাম বাংলায়, রাধার অষ্টোত্তর শতনাম PDF File, শ্রীরাধারআণীর অষ্টোত্তর শতনাম Lyrics.

শ্রী শ্রী রাধারানীর অষ্টোত্তর শতনাম pdf বাংলায়

শ্রী রাধার অষ্টত্তর শতনাম

১. শ্রীরাধা নমো নমঃ।

২. শ্রী বৃষভানুজা নমো নমঃ।

৩. শ্রী কীর্তিদাকন্যাকা নমো নমঃ।

৪. শ্রী রাসেশ্বরী নমো নমঃ।

৫. শ্রী রাস-বাসিনী নমো নমঃ।

৬. শ্রী রশিক-ঈশ্বরী নমো নমঃ।

৭. শ্রীকৃষ্ণ প্রাণাধিক নমো নমঃ।

৮. শ্রী কৃষ্ণ প্রিয়া নমো নমঃ।

৯. শ্রী কৃষ্ণ স্বরূপিনী নমো নমঃ।

১০. শ্রী কৃষ্ণবামঙ্গসম্ভুতা নমঃ।

১১. শ্রী পরমানন্দরুপিণি নমঃ।

১২. শ্রী কৃষ্ণা নমো নমঃ।

১৩. শ্রী বৃন্দাবনী নমো নমঃ।

১৪. শ্রী বৃন্দাবন বিনোদিনী নমঃ।

১৫. শ্রী কৃষ্ণ চন্দ্র নমো নমঃ।

১৬. শ্রী চন্দ্রকান্তা নমো নমঃ।

১৭. শ্রী শতচন্দ্রনি ভনান নমো নমঃ।

১৮. শ্রী গান্ধারবিকা নমো নমঃ।

১৯. শ্রী গান্ধাব্ধারাধিকা নমো নামঃ।

২০. শ্রী মাধব সঙ্গিনী নমো নমঃ।

২১. শ্রী দামোদরদ্বৈত সখি নমঃ।

২২. শ্রী সূর্যপাসিকা নমো নামঃ।

২৩. শ্রী আনন্দমঞ্জুরিজৈষ্ঠায় নমঃ।

২৪. শ্রী দামাবরজো নমো নমঃ।

২৫. শ্রী উত্তমা নমো নমঃ।

২৬. শ্রী বিশাখা সয়া নমো নমঃ।

২৭. শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নমঃ।

২৮. শ্রী জীবন স্বরূপা নমো নমঃ।

২৯. শ্রী রাস বিলাসিনী নমঃ।

৩০. শ্রী নিত্য বিহারিনী নমঃ।

৩১. শ্রী নিত্য কেশরী নমঃ।

৩২. শ্রী শ্যামপ্রণধণ নমো নমঃ।

৩৩. শ্রী প্রেমস্বরূপিনী নমো নমঃ।

৩৪. শ্রী নব কিশোরী নমো নমঃ।

৩৫. শ্রী রাসবিহারী নমো নমঃ।

৩৬. শ্রীগৌরাঙ্গী নমো নমঃ।

৩৭. শ্রী শ্যামা নমো নমঃ।

৩৮. শ্রী কুলবর্তী নমো নমঃ।

৩৯. শ্রী শ্রীজি নমো নমঃ।

৪০. শ্রী মথেশ্বরী নমো নমঃ।

৪১. শ্রী ক্রিয়েশ্বরীর নমো নমঃ।

৪২. শ্রী স্বধেশ্বরি নমো নমঃ।

৪৩. শ্রী ত্রিবেদভারতীশ্বরী নমঃ।

৪৪. শ্রী সুরেশ্বরি নমো নমঃ।

৪৫. শ্রী ব্রজাধিপে নমো নমঃ।

৪৬. শ্রী ব্রজেশ্বরী নমো নমঃ।

৪৭. শ্রী আদ্যা শক্তি নমো নমঃ।

৪৮. শ্রী ক্ষমেশ্বরি নমো নমঃ।

৪৯. শ্রী কলাবতী নমো নমঃ।

৫০. শ্রী কৃপাবতি নমো নমঃ।

৫১. শ্রী ইন্দুমুখি নমো নমঃ।

৫২. শ্রী অনুপমা নমো নমঃ।

৫৩. শ্রী অবনী ধারণী নমো নমঃ।

৫৪. শ্রী ইষ্ঠভক্তি প্রদায়িনী নমো নমঃ।

৫৫. শ্রী অপদুন্ধারিণী নমো নমঃ।

৫৬. শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নমো নমঃ।

৫৭. শ্রী গোপেশ্বরী নমো নমঃ।

৫৮. শ্রী গোকুল ঈশ্বরী নমো নমঃ।

৫৯. শ্রী দয়াময়ী নমো নমঃ।

৬০. শ্রী করুণাময়ী নমো নমঃ।

৬১. শ্রী কুঞ্জনিবাসিনী নমো নমঃ।

৬২. শ্রী নলিনাক্ষী নমো নমঃ।

৬৩. শ্রী কৃষ্ণভক্তি প্রদায়িনী নমঃ।

৬৪. শ্রী কল্যাণী নমো নমঃ।

৬৫. শ্রী কৌমারী নমো নমঃ।

৬৬. শ্রী বল্লভী নমো নমঃ।

৬৭. শ্রী প্রধানা প্রকৃতি নমো নমঃ।

৬৮. শ্রী হরি প্রিয়া নমো নমঃ।

৬৯. শ্রী শ্রীশিবা নমো নমঃ।

৭০. শ্রী বৈজয়ন্তী নমো নমঃ।

৭১. শ্রী ধাত্রী নমো নমঃ।

৭২. শ্রী মনোরোমা নমো নমঃ।

৭৩. শ্রী ক্ষমাবতী নমো নমঃ।

৭৪. শ্রী ত্রৈলোক্য মঙ্গলময় নমঃ।

৭৫. শ্রী যোগেশ্বরী নমো নমঃ।

৭৬. শ্রী যোগগন্ধ্যা নমো নমঃ।

৭৭. শ্রী শান্তা নমো নमः।

৭৮. শ্রী সুগতি দায়িনী নমো নমঃ।

৭৯. শ্রী প্রেমাসী নমো নমঃ।

৮০. শ্রী পূর্ণানন্দময়ী নমো নমঃ।

৮১. শ্রী নরাসানা নমো নমঃ।

৮২. শ্রী পরমার্থ প্রদায়িনী নমো নমঃ।

৮৩. শ্রী নিধুবন নিবাসিনী নমো নমঃ।

৮৪. শ্রী বংশীবট বিহারিনী নমো নমঃ।

৮৫. শ্রী নারী শিরোমনি নমো নমঃ।

৮৬. শ্রী রমা নমো নমঃ।

৮৭. স্ত্রী রত্না নমো নমঃ।

৮৮. শ্রী পূর্ণা নমো নমঃ।

৮৯. শ্রী শ্যামমোহিনী নমো নমঃ।

৯০. শ্রী হরিণ নয়না নমো নমঃ।

৯১. শ্রী মদন মোহন মোহিনী নমো নমঃ।

৯২. শ্রী সুধামুখী নমো নমঃ।

৯৩. শ্রী ভবসাগর তরণী নমো নমঃ।

৯৪. শ্রী সিন্ধু কন্যা নমো নমঃ।

৯৫. শ্রী কৃষ্ণাত্মা নমো নমঃ।

৯৬. শ্রী মহাভাব স্বরূপিনী নমো নমঃ।

৯৭. শ্রী সম্মোহিনী নমো নমঃ।

৯৮. শ্রী মহাভাব শিরোমনি নমো নমঃ।

৯৯. শ্রী বৃন্দাবন বিহারী নমো নমঃ।

১০০. শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নমঃ।

১০১. শ্রী কৃষ্ণানন্দ প্রদায়িনী নমো নমঃ।

১০২. শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নমঃ।

১০৩. শ্রী কাঞ্চনাভ্য নমো নমঃ।

১০৪. শ্রী হেমগাত্রা নমো নমঃ।

১০৫. শ্রী বেদপ্রিয়া নমো নমঃ।

১০৬. শ্রী বেদ গঙ্গা নমো নমঃ।

১০৭. শ্রী বেনু বাদ্য নামা নমঃ।

১০৮. শ্রী বেনুরীতি নমো নমঃ।

শ্রী রাধার ১০৮ টি নাম

আরোও পড়ুন

(FAQ) শ্রীরাধা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শ্রীরাধার জন্ম কত সালে?

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীরাধার জন্ম দিবস পালিত হয়। দ্বাপর যুগের এই পবিত্র তিথিতে শ্রীরাধা রাণীর জন্ম হয়েছিল।

২. শ্রীরাধার পিতা মাতা কে?

পিতা বৃষভানু ও মাতা কীর্তিদা।

৩. শ্রীরাধা কে?

হিন্দু দেবী ও শ্রী কৃষ্ণের প্রিয়তমা।

Leave a Comment