দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম pdf, দেবী সরস্বতীর ১০৮ নাম, দেবী সরস্বতীর ১০৮ নাম pdf, দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম lyrics, Devi Saraswatir Astottara Satanam in bengali.
বিদ্যার দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
ক্রমিক | অষ্টোত্তর শতনাম |
---|---|
১ | সর্ব্বোত্তম নাম তাঁর দেবী সরস্বতী। |
২ | দেবগণ কৃত নাম হয় যে ভারতী। |
৩ | বেদকর্ত্রী হ’য়ে দেবী হন বেদমাতা। |
৪ | গীৰ্ব্বাণী নামেতে তিনি জগত-বিখ্যাতা। |
৫ | বাগ্ দেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি। |
৬ | শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি। |
৭ | বাক্যের স্বরূপ ব’লে বাণী নাম তাঁর। |
৮ | করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার। |
৯ | পদ্মাসনা নাম হ’ল পদ্মোপরি বসি। |
১০ | মুক্তিপ্রদায়িনী ব’লে মোক্ষদা প্ৰভাসি। |
১১ | শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা। |
১২ | শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা। |
১৩ | জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম। |
১৪ | ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম। |
১৫ | অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা। |
শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা || ১৬
কোন বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর সৰ্ব্ববিদ্যা-অধিষ্ঠাত্রী নামটি তাঁহার || ১৭
পাপনাশ করি হন দূরিত-নাশিনী। ১৮
গন্ধর্ব্বেরা পূজে তাঁরে বলি বীণাপাণি || ১৯
সনকাদি ঋষিগণ বলে সনাতনী | 20
আদ্যাশক্তি ব’লে দেবী হন পুরাতনী ||
মহেশ্বরী নাম তাঁর মহেশ্বর-পুরে | ২১
সাবিত্রী তাঁহার নাম হয় ব্রহ্মপুরে || ২২
বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত | ২৩
ত্রৈলোক্য-জননী নামে সৰ্ব্বত্র বিদিত || ২৪
সৰ্ব্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে | ২৫
তুষ্টি নাম হ’ল করি সন্তোষ বিধান | ২৭
বিভাবরী নাম তাঁর বিদিত জগতে || ২৬
পুষ্টি নাম হ’ল তাঁর করি পুষ্টিদান || ২৮
ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে | ২৯
ধনেশ্বরী নাম তাঁর কুবের আগারে || ৩০
ভক্তিবশ্যা নাম তাঁর ভক্তের ভবনে | ৩৫
বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকূলে | ৩৭
বিজয়িনী নাম তাঁর হয় রণস্থলে || ৩৮
ত্রিভূবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী || ৪০
সিদ্ধিদাত্রী নাম তাঁর সিদ্ধি দান করে। ৪১
ত্রিপুরা তাঁর নাম বিখ্যাত ভুবনে । ৩১
তপস্বিনী নাম তাঁর মুনি তপোবনে || ৩২
কুমারী তাঁহার নাম গৃহস্থের ঘরে । ৩৩
মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে || ৩৪
উগ্রচন্ডা নামে খ্যাত এ তিন ভুবনে || ৩৬
কুলাচার-রত স্থানে শ্রীকুলসুন্দরী । ৩৯
খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে || ৪২
বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা | ৪০
বিতরণ ক’রে জ্ঞান হ’লেন জ্ঞানদা || ৪৪
যোগিনিগণেরা ডাকে বলিয়া যোগিনী । ৪৫
জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী || ৪৬
মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী । ৪৭
বহ্নিতে তিনিই পুনঃ জ্বালিনীরূপিনী || ৪৮
গুণের অতীতা ব’লে নাম যে নির্গুণা | B
সৰ্ব্বগুণযুতা তাই নাম যে সগুণা || ৫০
ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী । ৫১
সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্ৰিণী || ৫২
আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী | ৫০
বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী || ৫৪
মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী | ৫৫
জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী || ৫৬
বসুমতী রূপে তিনি পৃথিবীরূপিণী | ৫৭
শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী || ৫৮
পাৰ্ব্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা | ab
বারাণসী-ধামে তিনি দেবী-অন্নপূর্ণা || ৬০
গুহ্যবিদ্যা খ্যাত তাঁর বিদ্যার মাঝারে ৬১
পাৰ্ব্বতী তাঁহার নাম নগেন্দ্র-মন্দিরে || ৬২
ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী | ৬৩
পাতালে নাগিনী নামে তাঁহার বসতি || ৬৪
দশভূজা নামে তিনি শ্রীদুর্গারমণী । ৬৫
অষ্টাদশভূজা রূপে দুঃখবিনাশিনী || ৬৬
গঙ্গা নামে জলরূপে বসতি ধরায়। ৬৭
স্বর্গধামে মন্দাকিনী তাঁহাকেই কয় || ৬৮
ভোগবতী নাম তাঁর পাতাল-ভুবনে। ৬৯
সতী নাম হয় তাঁর মহেশ-ভবনে || ৭०
অচিন্তা তাঁহার নাম চিন্তা বিনাশিয়া। ৭১
সুমতি তাঁহার নাম বুদ্ধি বিতরিয়া || ৭২
পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া | ৭৩
পীনোন্নতস্তনী স্তন উন্নত বলিয়া || ৭৪
করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী | ৭৫
হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী || ৭৬
মহামায়া নামে তিনি মায়ার আধার | ৭৭
গজেন্দ্র গমনা তাই ধীর গতি তাঁর || ৭৮
মধুর বচন তাই মধুর ভাষিণী | ৭৯
নারায়ণ বামে তিনি হন নারায়ণী || ৮০
চন্ডমুন্ড-বধে দেবী চামুন্ডারূপিণী | ৮১
প্রচন্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী || ৮২
মেঘের বরণে নব নীল ঘনশ্যামা। ৮৩
নীল সরস্বতীরূপে তিনি যে মা উমা || ৮৪
জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী। ৮৫
কামরূপে তিনি হন কামাখ্যা-বাসিনী || ৮৬
ময়ূর-বাহনে তিনি সাজেন কৌমারী | ৮৭
মুক্তকেশী নাম তাঁর কেশ মুক্ত করি || ৮৮
অট্টহাসা বলে তাঁরে হেরি উচ্চ হাস | ৮৯
পুণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ || ৯০
সুন্দর নিয়ম তাঁর তাইত সুনীতি | ৯১
কৈবল্যদায়িনী নাম দানিয়ে মুকতি || ৯২
পরম-ঈশ্বরী তিনি বিদিত ভুবনে । ৯৩
গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে || ৯৪
বামদেবী নাম তাঁর জানে সৰ্ব্বজন । ৯৫
তরুণী নামেতে পূজে যত ভক্তজন || ৯৬
ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী | ৯৭
ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতী || ৯৮
মন্দ মন্দ হাসি তাই নাম মন্দহাসা | ৯৯
সত্যবতী নাম তাঁর তিনি সৰ্ব্বভাষা || ১০০
সিংহোপরি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী | ১০১
থাকিয়া কমলবনে কমলবাসিনী || ১০২
তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী | ১০৩
শবাসনা নামে তাঁর শবোপরি স্থিতি || ১০৪
গৌরী নামে বিভাষিত সৰ্ব্বত্র বিভূতি । ১০৫
শিবকে করিয়া দূত নাম শিবদূতী || ১০৬
সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী । ১০৭
মোক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী || ১০৮
আরোও পড়ুন
- শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা দুর্গার অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী রাধাররাণীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী মা কালীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী ভগবান শিবের অষ্টোত্তর শতনাম
- শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম
- শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম
- হনুমানের অষ্টোত্তর শতনাম
- শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম
- গণেশ দেবতার অষ্টোত্তর শতনাম
- শনিদেবের অষ্টোত্তর শতনাম
- মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম