ঈশপের গল্প: সূর্য ও পবন
পবন আর সূর্যের মধ্যে একদিন প্রচণ্ড তর্ক শুরু হলো। দু’জনের মধ্যে কার শক্তি বেশি এই ছিল তাদের তর্কের বিষয়। তর্কের শেষ কিছুতেই হয় না। এ বলে আমি বড় ও বলে আমি বড়। কিন্তু কেউই হার স্বীকার করতে চায় না। অবশেষে দু’জনেই ঠিক করল – এরকমভাবে আমাদের কথা কাটাকাটি করে লাভ …