ফোঁস করতে হয়
একদা কোনো এক জঙ্গলে একটা সাপ ছিল। সে ছিল খুবই নিরীহ প্রকৃতির। কাউকে সে হিংসা করতো না। নিজের মনেই সে জঙ্গলে বাস করতো। তার বয়সও হয়েছিল। কিন্তু তা হলে কি হবে। তাকে সবাই মিলে জ্বালাতন করতে লাগলো। খোঁচাতে লাগলো। তার প্রতি নানারকম অত্যাচার চালাতে লাগলো।
একদিন পরপর অনেক লোকে মাড়িয়ে মাড়িয়ে একেবারে মারবার উপক্রম করে তুলল। মৃতপ্রায় সেই নিরীহ সাপটি অবশেষে ধুঁকতে ধুঁকতে স্বর্গের দেবতা জীউসের কাছে গিয়ে নালিশ জানালো। জীউস সাপটির সব অভিযোগের কথা দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনলেন। তারপর জীউস বললেন, তুমি খুবই ভুল করছো। তোমাকে যে লোকটি প্রথম মাড়াল, তাকেই যদি তুমি একটা ছোবল দিতে তাহলে আর কেউই তোমায় মাড়াতে সাহস করতো না। অন্ততঃ ফোঁস করতেও তো পারতে? ফোঁস করলে সকলেই তোমায় ভয় পেতো। তাহলে দেখতে আজ তোমার এরকম দশা হতো না।
ফোঁস করতে হয় গল্পটির উপদেশ
ফোঁস করতে হয় গল্পটির উপদেশ হল “প্রথম অত্যাচারেই যে রুখে দাঁড়ায় তার ওপর অত্যাচার করতে আর কেউ সাহস পায় না”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-