মোরগ ও চোর
একদা কোনো এক স্থানে কয়েকটি চোর এক গৃহস্থের বাড়িতে চুরি করতে এসে মাত্র একটি মোরগ ছাড়া আর কিছুই পেল না। মোরগটাকে নিয়ে এসে যখন সেটা জবাই করতে গেল সে তাদের কাকুতি মিনতি করে বললো – আমাকে মেরো না তোমরা, আমি লোকের অনেক উপকার করি। মানুষ বেশি কাজ করবার সুযোগ পাবে বলে ভোর হবার আগেই আমি ডেকে তাদের জাগিয়ে দিই।
মোরগের কথা শুনে একটা চোর বললো – আরে উজবুক, সেই জন্যই তো তোকে খতম করা আমাদের বেশি দরকার। তারা জাগলে যে আমরা চুরি করার সুযোগই পাবো না।
মোরগ ও চোর গল্পটির উপদেশ
মোরগ ও চোর গল্পটির উপদেশ হল “ভালো কাজের নমুনা দেখিয়েও দুর্বৃত্তের হাত থেকে রেহাই পাওয়া যায় না”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-