ঈশপের গল্প সমগ্র থেকে কাঠুরে ও জলদেবতা গল্পটি এবং কাঠুরে ও জলদেবতা গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
কাঠুরে ও জলদেবতা
একদা কোনো এক স্থানে এক কাঠুরে ছিল। সেই কাঠুরে ছিল বড়ই গরীব। একদিন সেই কাঠুরে নদীর ধারে একটি গাছ থেকে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে কি করে যেন তার কুড়ুলটি হাত ফসকে জলে পড়ে গেল। বেচারা কাঠুরের আর কাঠ কাটা হলো না। তাছাড়া সে চিন্তায় পড়ে গেল। কারণ তার একমাত্র কুড়ুলটি জলে পড়ে যাওয়ায় এখন সে খাবার জোটাবে কি করে? তাই মনের দুঃখে সে নদীর তীরে বসে কাঁদতে শুরু করলো।
কাঠুরের কান্না শুনে জলদেবতা তার সামনে আবির্ভূত হয়ে বললেন – কি হয়েছে, বাপু তোমার? তুমি কাঁদছো কেন?
তখন কাঠুরে তার দুঃখের কথা খুলে বলল। কাঠুরের দুঃখের কথা শুনে জলদেবতা করুণাপরবশ হয়ে তখনই নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়ুল তুলে নিয়ে এসে তার সামনে ধরে বললেন – দেখো তো, এটি কি তোমার কুড়ুল?
সোনার কুড়ুলটি দেখে কাঠুরেটি বলল – আজ্ঞে না, এটি আমার কুড়ল না। কাঠুরের কথা শুনে জলদেবতা আবার ডুব দিলেন নদীতে। সেখান থেকে এবার তুলে আনলেন একখানা রূপোর কুড়ুল।
জলদেবতা রূপোর কুড়ুল দেখিয়ে কাঠুরে কে বলল – দেখো তো এটি কি তোমার?
কাঠুরেটি বলল — আজ্ঞে না, এটিও আমার নয়।
জলদেবতা আবার ডুব দিলেন নদীতে, এবার তুলে আনলেন তিনি কাঠুরের নিজের সেই কুড়ুলটি যেটি জলে পড়ে গিয়েছিল। সেই কুড়ুলটি দেখিয়ে জলদেবতা বলল – দেখ তো চেয়ে এবার, এটি কি তোমার?
কাঠুরে এবার আনন্দের সঙ্গে চিৎকার করে বলে উঠলো -আজ্ঞে হ্যাঁ, এটি আমার কুড়লই বটে।
জলদেবতা কাঠুরের এই সাধুতায় এত খুশি হলেন যে কাঠুরের নিজের কুড়ুলের সঙ্গে আগের সেই (সোনা ও রূপোর) দুটি কুড়ুলও কাঠুরকে উপহার দিয়ে মিলিয়ে গেলেন।
কাঠুরে কাঠ কেটে ফিরে এসে তার অন্যান্য বন্ধু কাঠুরের কাছে যখন এই অদ্ভুত অভিজ্ঞতার কথা খুলে বললো তখন তাদের মধ্যে একজন ভাবলো – আরে, আমিও তো এমনি করেই সোনার কুড়ুল পেতে পারি।
সেই কাঠুরেটি তখনই নদীর ধারে এসে কাঠ কাটবার ছল করে ইচ্ছে করে তার কুড়ুলটি নদীর জলে ফেলে দিল। তারপর নদীর তীরে বসে কাঁদতে লাগল। তার কান্না শুনে জলদেবতা তার সামনে এসে কান্নার কারণ জিজ্ঞাসা করে যখন শুনলেন নদীতে তার কুড়ুল পড়ে যাওয়ায় সে কাঁদছে, তখন তিনি আগের মতোই নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়ুল এনে তার সামনে ধরে বললেন – দেখো তো এই কুড়ুলটি তোমার কিনা।
সোনার কুড়ুল দেখে লোকটা লোভ সামলাতে পারলো না। লোকটি বলল – হ্যাঁ, হ্যাঁ, এটা ত আমার কুড়ুলই বটে। জলদেবতা তাকে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলতে শুনে খুব রেগে গেলেন। তিনি সোনার কুড়ুলখানা তো দূরের কথা তার আসল কুড়ুলটাও তাকে ফিরিয়ে না দিয়ে তখনই অদৃশ্য হয়ে গেলেন। লোকটি নদীর তীরে বসে হতাশ হয়ে কাঁদতে লাগল। কিন্তু জলদেবতার আর দেখা পেলেন না।
কাঠুরে ও জলদেবতা গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “সৎ কাজের পুরস্কার এবং অসৎ কাজের জন্য দণ্ড পেতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-