ঈশপের গল্প সমগ্র থেকে আগে আমাকে তোলো গল্পটি এবং আগে আমাকে তোলো গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
আগে আমাকে তোলো
কোনো এক স্থানের একটি ছেলে একদা নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে কি করে যেন সে নদীতে ডুবে যাচ্ছিল। নদীর তীরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি চিৎকার করে বললো – বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি।
লোকটি বললো — সাঁতার না শিখে একা একা নদীতে নামতে গিয়েছিলে কেন? সাঁতার না শিখে এমনি করে কেউ নদীতে নামে ?
ডুবন্ত অবস্থায় ছেলেটি তখন বললো তুমি আমাকে পরে জ্ঞান দিও, এখন আগে আমাকে জল থেকে তোলো, আগে আমাকে বাঁচাও।
আগে আমাকে তোলো গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “বিপদগ্রস্ত লোককে বিপদ মুক্ত করে তারপর উপদেশ দিতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-