ঈশপের গল্প সমগ্র থেকে সিংহ ভাগ গল্পটি এবং সিংহ ভাগ গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
সিংহ ভাগ
একদা কোনো এক বনে এক সিংহ বাস করতো। সে ছিল বনের রাজা। আর সেই বনেরই অপর প্রান্তে তৃণভোজী এক বন্য গাধা বাস করতো। কি জানি কেমন করে যেন সেই সিংহের সঙ্গে গাধার বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হওয়ায় একদিন সিংহ ও সেই বুনো গাধা একসঙ্গে শিকারে বেরোলো। সিংহ ও গাধা দু’জনেই শিকার করছিল। সিংহ শিকার করছিল তার গায়ের জোরে, আর গাধা শিকার করছিল তার পায়ের জোরে দৌড়ে। এমনি করেই শিকার করতে করতে কিছুক্ষণের মধ্যেই তারা বেশ কিছু জন্তু মারল। এবার সেই শিকার করা জন্তুর ভাগের পালা। এই ভাগের কাজটি সিংহ নিজের হাতে নিল। সিংহ মারা জন্তুগুলো মোট তিনটি সমান ভাগে ভাগ করল। ভাগ করার পর সিংহ বলল – আমি বনের রাজা, তাই প্রথম ভাগটা আমিই নিচ্ছি এবং শিকারে তোমার অংশীদার হিসেবে দ্বিতীয় ভাগটার পাওনাও আমার. আর বাদ বাকী যে ভাগটা রইল সেটা যদি তুমি নিজে থেকেই ছেড়ে দাও তো ভাল তা নাহলে তোমায় মহা বিপদে পড়তে হবে তা আমি আগে থাকতেই তোমায় বলে রাখছি।
সিংহ ভাগ গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “দুর্বলে এবং বলবানে কোনো যৌথ কাজ চলতে পারে না।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-