শুশুক ও বানর
সমুদ্র যাত্রা বড়ই এক ঘেয়ে। তাই জাহাজে সময় কাটানোর জন্য যাত্রীরা কোনো কুকুর বা বানর সঙ্গে নিয়ে যায়। একজন সমুদ্রযাত্রী একবার একটা বাঁদর নিয়ে জাহাজে উঠেছিল। জাহাজটা আফ্রিকার উপকূলে সুনিয়াস অন্তরীপের কাছাকাছি এসে ডুবে যায়। যাত্রীরা সব জলে লাফিয়ে পড়ল এবং সাঁতার কাটতে শুরু করল। সেই সঙ্গে বাঁদরটাও সাঁতার দিচ্ছিল।
একটা শুশুক বাঁদরটাকে মানুষ মনে করে তাকে পিঠে করে নিয়ে সাঁতারে ডাঙ্গায় উঠলো। এথেন্সের বন্দর পিরাইউসে এসে সে বাঁদরটাকে জিজ্ঞাসা করল, তুমি কি এথেন্সের লোক?
বাঁদরটি বলল, তা তো বটেই তাছাড়া আমার বাপ-মা এথেন্সের নাম করা লোক।
শুশুক বলল, পিরাইউসের নাম শুনেছো তুমি?
বাঁদর ভাবল, পিরাইউস বোধ হয় কোনো লোকের নামই হবে, তাই সে অমনি সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বলছো, তুমি, নাম শুনবো না? সে যে আমার প্রাণের বন্ধু।
বাঁদরের মুখে এই ডাহা মিথ্যে কথাটা শুনে শুশুক ভীষণ রেগে গেল এবং বাঁদরটাকে দূরে গভীর জলে ছুঁড়ে ফেলে দিল, যাতে সে সেখানে ডুবে মারা যায়।
শুশুক ও বানরের গল্পটির উপদেশ
শুশুক ও বানরের গল্পটির উপদেশ হল “মিথ্যার আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত বাঁচা যায় না”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-