ঈশপের গল্প সমগ্র থেকে ভাগ গল্পটি এবং ভাগ গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
ভাগ
একদা দুইজন লোক এক সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওদের একজন পথে একখানা কুড়ুল কুড়িয়ে পেল। তখন অপর জন বলে উঠল, আমাদের আজ যাত্রা শুভ আমরা একটা ভালো জিনিস কুড়িয়ে পেলাম। এই কথা শুনেই তার সঙ্গী বলে উঠলো ‘আমরা’, ‘আমাদের’ এই সব বলছ কেন, বলো তোমার যাত্রা ভালো, তুমি একটা ভালো জিনিস কুড়িয়ে পেলে।
তারপর আবার তারা চলতে থাকল। কিছুদূর এগোতেই তারা দেখল যাদের কুড়ুল হারিয়েছিল তারা ছুটে আসছে। তা দেখেই যে কুড়ুল পেয়েছিল সে অমনি বলে উঠল – এই রে, এবার আমরা গেছি। তখন তার সঙ্গীটি অমনি উত্তর দিয়ে বলে উঠল, এবার ‘আমরা’, বলছ কেন? বলো এবার আমি গেছি। মনে নেই কুড়ুল পাবার সময় আমরা যখন বলেছিলাম তখন কেমন তুমি ফোঁস করে উঠেছিলে?
বলবান ও দুর্বল গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “সৌভাগ্যের ভাগ ও দুর্ভাগ্যের ভাগ দুই-ই দিতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-