ঈশপের গল্প সমগ্র থেকে একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প গল্পটি এবং একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প
একদা কোনো এক স্থানে এক গর্তে একটি ইঁদুর থাকতো। একদিন একটা নেউল সেই গর্তের সামনে হাজির হলো। আর ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটি সাপও সেখানে হাজির হ’লো। তারা দু’জনেই ইঁদুরের সন্ধানে এসেছিল। কিন্তু দেখা গেল সাপে আর নেউলে লড়াই বেধে গেল। তাদের কারোরই আর ইঁদুরকে মারার কথা মনে রইল না। গর্তের ইঁদুর এদের যুদ্ধে ব্যস্ত দেখে তার গর্তে থেকে বেরিয়ে এলো! অমনি সাপ আর নেউলে লড়াই থামিয়ে নিজেদের ঝগড়া ভুলে দু’জনেই ইদুরটির উপর ঝাপিয়ে পড়ল।
একই ভাবে রাজনীতির ক্ষেত্রেও এরকমটা প্রায়ই দেখা যায়। বিরোধরত দুইদল যখন দেখে তাদের সাধারণ বিপক্ষ কোনও দল মাথা চাড়া দিয়ে উঠেছে তখন তারা নিজেদের বিবাদ ভুলে ঐ বিপক্ষ দলকে আক্রমণ করে।
একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প গল্পটির উপদেশ
একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প – গল্পটির উপদেশ হল- “জাত শত্রুরাও স্বার্থের জন্য পরস্পরে জোট বাঁধে।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।