ঈশপের গল্প সমগ্র থেকে রাজহাঁস এবং সোনার ডিম গল্পটি এবং রাজহাঁস এবং সোনার ডিম গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
রাজহাঁস এবং সোনার ডিম
কোনো এক স্থানে এক স্বামী ও তার স্ত্রী বাস করত। সেই স্বামী ও স্ত্রীর বা দম্পতির একটি রাজহাঁস ছিল। তাদের কাছে থাকা এই রাজহাঁসটির একটি বিশেষ গুণ ছিল। রাজহাঁসটি প্রতিদিন একটা করে সোনার ডিম পাড়ত। প্রতিদিন একটি করে সোনার ডিম পেয়ে সেই সোনার ডিমের দৌলতে তারা বেশ ধনী হয়ে গেল।
কিন্তু একদিন স্ত্রী তার স্বামীকে বলল, ‘এই রাজহাঁসটা রোজ একটা করে সোনার ডিম পাড়ে। মনে হয় এর পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে। হাঁসের পেটটা কাটলেই সব ডিম একসাথে বেরিয়ে আসবে। তাহলে একসঙ্গে আমরা অনেক সোনার ডিম পেয়ে যাবো।
তখন তার স্বামী বলল, “ঠিক বলেছ, তাহলে আমরা রাতারাতি আরও ধনী হয়ে যাব।’ এই বলে লোভী স্বামী একটা ছুরি দিয়ে রাজহাঁসটার পেট কেটে ফেলল এবং রাজহাঁসটা মরে গেল। কিন্তু পেট কেটে দেখা গেল, রাজহাঁসের পেটে কোনো ডিম নেই। এরপর লোভী দম্পতি নিজেদের বোকামির কথা ভেবে মাথা চাপড়াতে লাগল।
রাজহাঁস এবং সোনার ডিম গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “অতি লোভে তাঁতি ডোবে।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-