ঈশপের গল্প সমগ্র থেকে এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল গল্পটি এবং এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল
কোনো এক স্থানে এক রাখাল ছিল। ভেড়া চরানোই ছিল তার কাজ। একদিন সে বনে কয়েকটা নেকড়ের ছানা কুড়িয়ে পেল এবং আনন্দের সঙ্গে, ছানাগুলোকে বাড়িতে নিয়ে এল ও যত্ন করে তাদের পুষতে লাগল। রাখালের মনে আশা ছিল, এই নেকড়েরা যখন বড় হবে তখন শুধু এরা তার ভেড়ার পালকেই পাহারা দেবে না, অন্য ভেড়া ধরেও এনে দেবে।
ক্রমে নেকড়ের ছানাগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠল। আর একেবারে যখন বড় হয়ে গেল, তখন দেখা গেল হঠাৎ তারা ভেড়াগুলিকে মেরে খেতে শুরু করেছে। অতএব রাখালের দিনের পর দিন ভেড়ার সংখ্যা কমতে লাগল।
এইসব দেখে রাখাল আফশোষের সঙ্গে নিজের মনে বলতে লাগল, আমার কৃতকর্মের ফল এটা। বড় অবস্থায় এদের সামনে পেলে, দেখা মাত্র এদের শেষ করে দেবার চেষ্টা করতাম। বাচ্ছা অবস্থায় পেয়ে আমি এদের আদর করে কেন পুষতে গেলাম। কেন মেরে ফেললাম না আমি?
এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল গল্পটির উপদেশ
এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল গল্পটির উপদেশ হল- “জন্মগত সংস্কার কিছুতে বদলায় না।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।