ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ছোটদের, বড়দের জন্য মজার মজার ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা বাংলা ভাষায় pdf সহ তুলে ধরা হল। সঙ্গে সম্পূর্ণ ঈশপের সকল গল্প দেওয়া হয়েছে।

একনজরে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
বলবানকেও দুর্বলের সাহায্য নিতে হতে পারেবলবান ও দুর্বল
ঢিল মারলে পাটকেল খেতে হয়সেয়ানে সেয়ানে
ধর্মের কল বাতাসে নড়েযেমন কর্ম তেমন ফল
অপরের সর্বনাশ করার চেষ্টা করলে নিজেরই আগে ক্ষতি হয়অতি চালাকের গলায় দড়ি
মৃত্যুর পর সম্মান দেখানোর চেয়ে জীবিত কালে সম্মান দেখানো অনেক বেশী প্রশংসনীয়এক শেয়াল ডালুকের গল্প
বন্ধুদের পরস্পর বিরোধে শত্রুরা সুযোগের সদ্ব্যবহার করেতিনটি ষাঁড় আর সিংহ
বাটপাড়রাই চোরকে দোষ দেয়সিংহ ভেড়া আর নেকড়ে
কোনো জীব বা জন্তুর চিরকাল কর্মক্ষমতা একই রকম থাকে নাএক যে ছিল কুকুর
ক্রোধে বুদ্ধিভ্রম হয়সাপ ও বোলতা
১০দুর্জনের ছলের অভাব হয় নামোরগ ও বেড়াল
১১মুর্খেরা না বুঝেই গর্ব করেগাধার গর্ব
১২কার কখন কিভাবে মৃত্যু হবে, বলা যায় নাবেঘোরে প্রাণ

বাংলায় একনজরে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
১৩কোনো জীব বা জন্তুর চিরকাল কর্মক্ষমতা একই রকম থাকে নাহাঁস যখন গান গায়
১৪ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করেখরগোশ আর কচ্ছপের গল্প
১৫দুর্বৃত্তকে প্রশ্রয় দিলে বিপদ আসবেইসাপ ও কৃষক
১৬জন্মগত প্রকৃতি বিরুদ্ধে না যাওয়াই উচিৎকাক আর রাজহাঁস
১৭অন্যকে নির্যাতন করে যারা পৈশাচিক আনন্দ উপভোগ করে তাদের সাবধান করে দেওয়া দরকারখেলা
১৮দূর থেকে অনেক কিছু ভাবা উচিৎ নয়শেয়াল ও সিংহ
১৯বাক্‌চাতুরীর বেশীদিন চলে নাবড়াই
২০শত্রুর শরণ নিলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়কাঁটার ঝোপে শেয়াল
২১ক্রীতদাসদের দরদ দেখানো শোভা পায় নাএক ব্যাধ ও পোষা পায়রা
২২অল্প দায়িত্বের ভার এড়িয়ে গেলে অনেক সময় বড় দায়িত্বের বোঝা ঘাড়ে এসে পড়েস্বার্থপর ঘোড়া
২৩ভালো কাজের নমুনা দেখিয়েও দুর্বৃত্তে হাত থেকে রেহাই পাওয়া যায় নামোরগ ও চোর
২৪দুর্জন ব্যক্তি মাত্রেই নানা ছল করে নিজের স্বার্থসিদ্ধি করে থাকেনেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা

ছোটদের ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
২৫যারা বড় বড় কথা বলে, কাজের সময় পগার পার হয়ে যায়কাপুরুষ
২৬মিথ্যার আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত বাঁচা যায় নাশুশুক ও বানর
২৭প্রয়োজনের সময় হাতের কাছে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়হাতের পাঁচ
২৮অনেকেই আশার কুহকে ভুলে বৃথা সময় নষ্ট করেডুমুর ও দাঁড়কাক
২৯প্রথম অত্যাচারেই যে রুখে দাঁড়ায় তার ওপর অত্যাচার করতে আর কেউ সাহস পায় নাফোঁস করতে হয়
৩০সবাইকে সন্তুষ্ট করতে গেলে কাউকেই সন্তুষ্ট করা যায় নাগাধা, চাষী ও তার ছেলে
৩১একতাই বলপিতা এবং চার পুত্র
৩২অসৎকে বিশ্বাস করা উচিত নয়শিয়াল এবং ছাগল
৩৩বিপদ দিক ঠিক করে আসে নাএকচক্ষু হরিণ
৩৪দুর্বলের গলাবাজি মৃত্যুর কারণ হয়এক ব্যাঙ ও এক সিংহ
৩৫জবরদস্তি করে কোনো কাজ হাসিল করা যায় নাসূর্য ও পবন
৩৬পরিশ্রমই সকল সৌভাগ্যের একমাত্র কারণএক চাষী ও তার ছেলেরা

বড়োদের জন্য ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা Dowenload

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
৩৭মনে সাহস সঞ্চয় করে শক্তিমান শত্রুর সঙ্গে লড়াই করতে হয়লোভের পরিণাম
৩৮দুর্বৃত্তের কপট ধরা পড়ে যায় সেয়ানার কাছেছাগল ও বাঘের গল্প
৩৯জন্মগত সংস্কার কিছুতে বদলায় নাএক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল
৪০অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়শিয়ালের শিক্ষা
৪১দুষ্টু লোকের সঙ্গে থাকলে ভালো লোককেও শাস্তি পেতে হয়সারস ও কৃষক
৪২বন্ধুকে বিপদের সময় বুদ্ধি করে বাঁচাতে হয়প্রকৃত বন্ধু
৪৩যেমন কর্ম তেমন ফলকপোত ও কাক
৪৪বোকামির ফল নিজেকেই ভোগ করতে হয়এক বাঁদরের গল্প
৪৫জন্মগত অভ্যাস থেকেই যায়চালাকির সাজা
৪৬গায়ের জোরের চেয়ে সুক্ষ্মবুদ্ধির বেশি প্রয়োজনবুদ্ধিই বল
৪৭জাত শত্রুরাও স্বার্থের জন্যে পরস্পরে জোট বাঁধেএকটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প
৪৮কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিতে হয়একটা ইঁদুর আর ব্যাঙের গল্প

একনজরে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
৪৯নিজের ওজন বুঝে কাজ করতে হয়এক সিংহ ও এক চাষী
৫০শঠের সঙ্গে শাঠ্যতাই অবলম্বন করতে হয়বিশ্বাসঘাতক নেকড়ে
৫১বেশি চালাকি করতে গেলে বিপদে পড়তে হয়শিয়ালের চালাকি
৫২লোভের বশবর্তী হতে নেইসোনালী মাছ
৫৩পাঁকে পড়লে হাতিকেও ব্যাঙে লাথি মারেবার্ধক্যগ্রস্ত সিংহ
৫৪বড় বড় গালভরা কথা বলার আগে ভেবে বলা উচিৎলম্বা লম্বা কথা বলা
৫৫বিপদের সময় বুদ্ধি করে বিপদ থেকে উদ্ধার হতে হয়ভাই বোন
৫৬দুর্জনের উপকার করে প্রতিদান চাইতে নেইসারস ও বাঘের গল্প
৫৭নিজের তুচ্ছ প্রাণের জন্য অন্য দশজনের প্রাণ বলি দেবার কথা যে বলে তার দোষ ক্ষমার অযোগ্যএক পাখি আর ব্যাধ
৫৮নিজেদের মধ্যে গণ্ডগোল অপরের সুবিধা হয়নেপোয় মারে দই
৫৯অপরকে জব্দ করতে গেলে নিজেকেই জব্দ হতে হয়প্রতিফল
৬০একমনে কাজ না করলে কাজটা পণ্ড হয়। বিপদও হতে পারেএকমনে কাজ করতে হয়

শিশুদের জন্য ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথা

ক্রমিকউপদেশ বা নীতি কথাসম্পূর্ণ গল্প
৬১সৌভাগ্যের ভাগ ও দুর্ভাগ্যের ভাগ দুই-ই দিতে হয়ভাগ
৬২দুর্বলে এবং বলবানে কোনো যৌথ কাজ চলতে পারে নাসিংহ ভাগ
৬৩অনেক তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়ঘোড়ার ছায়া
৬৪কোনো বিষয়ে প্রস্তাব দেওয়ার চেয়ে বিষয়টাকে বাস্তবে রূপায়িত করা বেশি কঠিনইঁদুরের পরামর্শ
৬৫ক্ষণিক সুখে মত্ত হলে পরিণাম ভয়াবহ হয়মধুর কলস ও মাছি
৬৬নিজের বংশ পরিচয় দিতে কোনো সঙ্কোচ করতে নেইএকটি দাঁড়কাক ও অন্য কাকেরা
৬৭সৎ কাজের পুরস্কার এবং অসৎ কাজের জন্য দণ্ড পেতে হয়কাঠুরে ও জলদেবতা
৬৮রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচুএকটি মুক্তো ও মুরগী
৬৯খল স্বভাবের মানুষেরা নিজে তো কিছু করবেই না উপরন্তু অপরে কিছু করতে গেলে বাধা দেবেজাবনার পাত্রে কুকুর
৭০বিপদগ্রস্ত লোককে বিপদ মুক্ত করে তারপর উপদেশ দিতে হয়আগে আমাকে তোল
৭১অতি লোভে তাঁতি ডোবেরাজহাঁস এবং সোনার ডিম
৭২বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয়কুকুর এবং তার ছায়া (প্রতিবিম্ব)

Leave a Comment