একদা কোনো এক স্থানে এক সিংহ ছিল। সে একদিন বনের মধ্যের এক ডোবার ধার দিয়ে যাচ্ছিল। যেতে যেতে কি যেন শব্দ শুনে সিংহটা মনে মনে ভাবল, কি আওয়াজরে বাবা! কার ডাক? কেমন সে প্রাণী? জন্তুটা না জানি কতো বড় ? কতো ভয়ঙ্করই না সে? সিংহ আবার মনে মনে বলল, আমি হলাম সিংহ, কি সব যা-তা ভাবছি আমি! আচ্ছা এগিয়েই ভালো করে দেখি না কেমন সে ?
কিছুক্ষণের মধ্যেই একটা ব্যাঙ ডোবা থেকে বেরিয়ে ডাঙায় উঠে এলো। তখনও সে ডেকে চলেছে। তাকে দেখে সিংহ ছুটে গিয়ে তাকে পিষে মারতে মারতে বলে উঠলো, এতটুকু জীব, তার গলার আওয়াজ দেখো না। আমাকে এক্কেবারে ঘাবড়ে দিয়েছিলি!
এক ব্যাঙ ও এক সিংহ গল্পটির উপদেশ
এক ব্যাঙ ও এক সিংহ গল্পটির উপদেশ হল “দুর্বলের গলাবাজী মৃত্যুর কারণ হয়”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-