ঈশপের গল্প সমগ্র থেকে ভাই বোন গল্পটি এবং ভাই বোন গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
ভাই বোন
একদা কোনো এক নদীর ধারে এক বন ছিল। সেই বনে বাস করত একটা মুরগী। বেশ মোটাসোটা চেহারা তার। সারাদিন সে দানা খুঁটে খায় আর সকাল-বিকাল নদীতে যায় জল খেতে। সেই নদীতেই ছিল একটা কুমীর। সে মুরগীটাকে দেখে আর মনে মনে ভাবে এটাকে আমি খাবোই।
একদিন সুযোগ বুঝে কুমীরটা যেই না মুরগীটাকে ধরতে পা বাড়িয়েছে, অমনি মুরগী বললে — ছি, ছি, আমাকে খেও না দাদা, আমি যে তোমার বোন। শুনে কুমীর ভ্যাবাচ্যাকা খেয়ে বলল — বোন? তুমি কিভাবে আমার বোন হলে? তুমি মাটিতে থাকো, আর আমি থাকি জলে। এরপর মুরগী বলল – তাহলেও তুমি আমার দাদা, আর আমি তোমার বোন।
মুরগীর কথা শুনে কুমীর বলল – মুখে বললে তো হবে না প্রমাণ দিতে হবে। মুরগী তখন পড়ল মহাবিপদে। প্রাণ বাঁচাতে সে যতই কুমীরকে দাদা ডাকুক, সত্যি সত্যিই তো আর সে কুমীরের বোন নয়। তাই আমতা আমতা করে কিছুক্ষণ ভাবল। এমন সময় হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল – এটা ঠিক যে তুমি থাকো জলে আর আমি চলে বেড়াই ডাঙায়, তবুও তুমি ও আমি ভাই বোন। কারণ আমিও ডিম পাড়ি আর তোমরাও ডিম পাড়ো। সেই ডিম পাড়ার সুবাদেই আমাদের ভাই-বোন সম্পর্ক। কি, তাই না?
মুরগীর মুখে একথা শুনে কুমীর মাথা চুলকে বলল তা বটে। তাহলে তো তোমাকে খাওয়া চলে না। বলে সে আবার নদীতে ফিরে গেল। আর মুরগী তখন কুমীরের হাত থেকে ছাড়া পেয়েই কোঁকর কো বলে দৌড় দিল।
ভাই বোন গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “বিপদের সময় বুদ্ধি করে বিপদ থেকে উদ্ধার হতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-