ঈশপের গল্প সমগ্র থেকে ছাগল ও বাঘের গল্প গল্পটি এবং ছাগল ও বাঘের গল্প গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
ছাগল ও বাঘের গল্প
একদা কোনো এক স্থানে এক বাঘ ছিল। বাঘটা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে দেখল একটা পাহাড়ের ওপরে এক উঁচু জায়গায় একটা ছাগল চরছে। বাঘের পক্ষে অতটা উঁচুতে উঠে ছাগলটাকে ধরা সম্ভব ছিল না। তখন বাঘ মনে মনে এক কৌশল অবলম্বন করল। বাঘটা নিচে থেকে মিষ্টি স্বরে বলল – ও ভাই, ভাই ছাগল, তুমি অতো উঁচুতে উঠেছে কেন ভাই, যদি পড়ে যাও মারা পড়বে। তাছাড়া ওখানকার ঘাসও তো ভাল নয়, এই এখানে মানে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানকার ঘাসগুলো যেমন নরম আর তেমন মিষ্টি। আর এখানে তো পড়ে যাওয়ার ভয়ও নেই ভাই। তাই বলছি – তোমার ভালোর জন্যই বলছি, তুমি নিচে নেমে এসো।
ছাগলটি সবিনয়ে বলল – মাফ করো দাদা, আমি নিচে যেতে পারবো না। আমার বুঝতে বাকী নেই। আমার আহারের জন্যে নয় ; তোমার নিজের আহারের জন্যই আমায় নিচে নেমে আসতে বলছো।
ছাগল ও বাঘের গল্প গল্পটির উপদেশ
ছাগল ও বাঘের গল্পটির উপদেশ হল- “দুর্বৃত্তের কপট ধরা পড়ে যায় সেয়ানার কাছে।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।