ঈশপের গল্প সমগ্র থেকে কাক আর রাজহাঁস গল্পটি এবং কাক আর রাজহাঁস গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
কাক আর রাজহাঁস
এক যে ছিল কাক। আর ছিল এক রাজহাস। একদিন কাক আর রাজহাঁসের মধ্যে কথা হচ্ছিল। কাক রাজহাঁসকে অনেক দুঃখ করে বললো-তুমি দেখতে কি সুন্দর। আমিও যদি তোমার মতো সাদা হতো পারতাম। আমার গায়ের রং কালো, তাই কি বিচ্ছিরিইনা দেখতে আমি।
কাক বেশ কিছুদিন ধরে ভাবছিল যে, হয়তো রাজহাস জলে থাকে বলেই তার গায়ের ময়লা ধুয়ে ধুয়ে ফর্সা হয়ে গেছে। যেই না ভাবা অমনি কাকটি সেই মতোই কাজ করতে শুরু করলো।
কাক জলে নেমে পড়লো। তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পাড়ে উঠে
এল। কিন্তু নিজের মায়ের দিকে তাকিয়ে কাক দেখল সে আগের মতোই কালো রয়ে গেছে।
তারপর কাকের মনে হলো শুধু জলে নামলেই হবে না। ঐ জলেই তাকে থাকতে হবে। এই ভেবে সে দিনরাত জলেই থাকতে লাগলো।
কাক যতোদিন ডাঙায় ছিল যত্রতত্র উড়ে গিয়ে কিছু না কিছু খাবার যোগাড় করতে পারতো—কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। প্রচণ্ড ক্ষিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে জল ছেড়ে উঠলো না। এদিকে না খেয়ে খেয়ে সে ক্রমে শীর্ণ হয়ে যেতে লাগল। এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা—না খেয়ে খেয়ে একদিন সে মরে গেল।
কাক আর রাজহাঁস গল্পটির উপদেশ
কাক আর রাজহাঁস গল্পটির উপদেশ হল- “জন্মগত প্রকৃতি বিরুদ্ধে না যাওয়াই উচিত।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।