ঈশপের গল্প সমগ্র থেকে এক বাঁদরের গল্প গল্পটি এবং এক বাঁদরের গল্প গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
এক বাঁদরের গল্প
একদিন সন্ধ্যা হয় হয় এমন সময় একদল বাঁদর এসে ঢুকল এক ধনী লোকের বাগানে। ওদের মধ্যে একটা বাঁদর ছিল বেশি চালাক। সে একটা মস্ত গুঁড়ির ওপর লাফ দিয়ে উঠে পড়ল। গুঁড়িটা চেরাই হচ্ছিল। মজুরেরা আধচেরা গুঁড়ির মাঝখানে একটা গোঁজ পুঁতে রেখে গিয়েছিল। তাই গুঁড়ির মাঝখানে ফাঁক ছিল।
সেই চালাক বাদরটা গুঁড়ির ওপর বসে তার লেজটা ফাঁকের ভেতর গলিয়ে দিল। রাজার মেজাজে বসে সঙ্গীদের বলল – দ্যাখ, আমি কেমন রাজা হয়েছি। তোরা আমার প্রজা বুঝলি। ও কী অহংকার। কী মেজাজ।
তখন অনেকেরই ঐ সিংহাসনটায় ওঠার ইচ্ছে হচ্ছিল কিন্তু আর উঠলো না।। সহসা বাঁদরের চোখে পড়ল ঐ গুঁড়িটার ওপর একটা গোঁজ পোঁতা আছে। রাজার সিংহাসন তাই এতে গোঁজ থাকা ঠিক নয়। বাঁদরটা তখন নাড়িয়ে নাড়িয়ে গোঁজটাকে তুলে ফেলল। আর যেই না তুলে ফেলা অমনি ফাকটা বন্ধ হয়ে গেল আর লেজটা চাপা পড়ে গেল। বাঁদরটা ‘যাইরে বাপরে’ করে চীৎকারে করে উঠলো। অনেক টানাটানি করলো লেজটাকে কি করে বের করবে? সারারাত যন্ত্রণায় ছটফট করে শেষ পর্যন্ত মারাই গেল সে।
এক বাঁদরের গল্পটির উপদেশ
এক বাঁদরের গল্পটির উপদেশ হল- “বোকামির ফল নিজেকেই ভোগ করতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-