ঈশপের গল্প সমগ্র থেকে এক পাখি আর ব্যাধ গল্পটি এবং এক পাখি আর ব্যাধ গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
এক পাখি আর ব্যাধ
একবার এক ব্যাধের ফাঁদে একটা পাখি ধরা পড়ল। ধরা পড়ার পর সেই পাখিটা ব্যাধকে অনেক কাকুতি মিনতি করে বলতে লাগল, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে। আমি শপথ করে বলছি, তুমি যদি আজ আমায় ছেড়ে দাও তাহলে আরোও অনেক পাখিকে ভুলিয়ে ভালিয়ে এনে তোমার ফাঁদে ফেলবো। ভেবে দেখো বন্ধু, এতে তোমার কতো লাভ – একটি পাখির বদলে তুমি কতো পাখি পেয়ে যাবে।
এরপর ব্যাধ উত্তরে বলল হুঁ, তোমার কথা শুনলাম। শুধু এই জন্যই তোমায় আমি ছাড়বো না। যে নিজের স্বার্থের দিকে চেয়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সর্বনাশ করতে পারে তার মৃত্যু হলেই জগতের মঙ্গল হবে।
এক পাখি আর ব্যাধ গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “নিজের তুচ্ছ প্রাণের জন্য অন্য দশজনের প্রাণ বলি দেবার কথা যে বলে তার দোষ ক্ষমার অযোগ্য।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-