ঈশপের গল্প সমগ্র থেকে একটি মুক্তো ও মুরগী গল্পটি এবং একটি মুক্তো ও মুরগী গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
একটি মুক্তো ও মুরগী
কোনো এক স্থানে একটি মুরগী ছিল। তার অনেকগুলি বাচ্চা ছিল। একদিন মুরগীটি খামারে তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে গিয়েছিল। হঠাৎ মুরগীটির নজরে পড়ল একটা মুক্তো। মুরগীটি তখন মুক্তোটির কাছে গিয়ে বলতে লাগলো, তোমাকে সবাই কত আদর করে। তুমি শুধু সুন্দর নও, তুমি অতি মূল্যবান বস্তু। কিন্তু আমার কাছে? না না আমার কাছে তোমার অতটা মূল্য নেই। সত্যি করে বললে বলতে হয়, আমার কাছে তুমি একেবারে নিতান্ত তুচ্ছ জিনিস। পৃথিবীতে যত, মুক্তো আছে, সেসব পাওয়ার চেয়ে, একটি যব, ধান বা কলাইয়ের দানা পেলে আমি মহাখুশি হই। অতএব যেখানকার মুক্তো সেখানেই পড়ে রইল।
একটি মুক্তো ও মুরগী গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-