একদা এক চালাক শিয়াল ছিল। একদিন জল খেতে গিয়ে সে এক কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সে কিছুতেই উপরে উঠতে পারল না। ইতিমধ্যে এক বোকা ছাগল কুয়োর কাছে এসে শিয়ালকে জিজ্ঞাসা করল, ‘ভাই, এই কুয়োর জলটা কেমন?’
শিয়াল বলল, ‘ভাই, সত্যি কথা বলতে আমি তো এর চেয়ে মিঠে জল আজ পর্যন্ত খাইনি। এস, তুমিও খেয়ে দেখ একবার। জল খেতে বোকা ছাগলও কুয়োতে নামল। তখন ছাগলও একই সমস্যায় পড়ল।
শিয়াল বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে আমরা দু’জনেই এই কুয়ো থেকে বেরোতে পারব। তুমি তোমার পেছনের পায়ে উপর দাঁড়াও। আমি তোমার গা বেয়ে উঠে আর তোমার শিং ধরে এক লাফে কুয়ো থেকে উপরে উঠে যাব।”
“কিন্তু আমার কী হবে?’ ছাগল বলল, ‘আমি বেরোবো কী ভাবে?’ “ঠিক একই ভাবে। তুমি আমার পিঠে উঠে বাইরে বেরিয়ে যাবে।” বোকা ছাগল কিছুই বুঝল না কিন্তু শিয়ালের কথায় রাজি হয়ে গেল। তখনই চালাক শিয়াল তার পিঠে পা রেখে কুয়ো থেকে বেরিয়ে গেল।
আমায় বাঁচাও।’ ছাগল চিৎকার করল।
শিয়াল, ‘বোকা ছাগল বয়স বেড়েছে। বুদ্ধি বাড়েনি।”
শিয়াল এবং ছাগল গল্পটির উপদেশ
শিয়াল এবং ছাগল গল্পটির উপদেশ হল “অসৎকে বিশ্বাস করা উচিত নয়”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-