কাঁটার ঝোপে শেয়াল
একদা কোনো এক স্থানে এক শিয়াল ছিল। সে একবার একটা বেড়া জিঙোতে গিয়ে পা ফসকে পড়ে যাচ্ছিলো, সামলাতে গিয়ে ধরলো সে এক কাঁটা গাছের ঝোপ। ঝোপের কাঁটায় তার পা গেল রীতিমতো ছড়ে। যন্ত্রণায় সে কাঁটাঝোপকে বলে উঠলো – এ কি কাণ্ড, তোমার শরণাপন্ন হলাম আমি আর তুমি কিনা আমার এমন দূরবস্থা করে ছাড়লে ?
তখন কাঁটা গাছ বললো – বন্ধু, আমাকে ধরতে গেছো তুমি, এইখানেই যে তুমি মস্ত বড় ভুল করেছো। আমি নিজেই যে যাকে পাই তাকে ধরি।
কাঁটার ঝোপে শেয়াল গল্পটির উপদেশ
কাঁটার ঝোপে শেয়াল গল্পটির উপদেশ হল “শত্রুর শরণ নিলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-