ঈশপের গল্প সমগ্র থেকে ঘোড়ার ছায়া গল্পটি এবং ঘোড়ার ছায়া গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
ঘোড়ার ছায়া
কোনো এক দেশে এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। লোকটি ঐ ঘোড়া ভাড়া দিয়ে তার সংসার চালাতো। গ্রীষ্মকালের একদিন একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে এবং ঐ ঘোড়াটা ভাড়া করল। ঘোড়া ভাড়া করে তার উপরে কিছুক্ষণ চড়ে প্রচণ্ড রৌদ্রের তেজ সহ্য করতে না পেরে ঘোড়া থেকে নেমে সেই ঘোড়ার ছায়ায় বসল।
এই দৃশ্য দেখে যার ঘোড়া সে এগিয়ে এসে বলল একি, তুমি আমার ঘোড়ার ছায়ায় বসছো কেন, সরো, সরো, এ আমার ঘোড়া এর ছায়ায় আমিই বসবো। তখন যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল – বাঃ রে, সারা দিনের জন্য আমি তোমার ঘোড়া ভাড়া নিয়েছি আমি বসবো না তো কি ছায়ায় তুমি বসবে?
লোকটির কথা শুনে যার ঘোড়া সে বলল – ঘোড়া তোমায় ভাড়া দিয়েছি ঠিকই, কিন্তু তার ছায়া তো আর ভাড়া দিইনি। এমনি করে দু’জন কথা কাটাকাটি করতে করতে শেষে মারামারি শুরু করলো। আর সেই অবসরে সুযোগ পেয়ে ঘোড়া সেখান থেকে দিল ছুট। এরপর অনেক খুঁজেও ঘোড়াটার আর সন্ধান পাওয়া গেল না।
ঘোড়ার ছায়া গল্পটির উপদেশ
ঘোড়ার ছায়া গল্পটির উপদেশ হল- “অনেক তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়।”
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-