ঈশপের গল্প সমগ্র থেকে ইঁদুরের পরামর্শ গল্পটি এবং ইঁদুরের পরামর্শ গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
ইঁদুরের পরামর্শ
কোনো এক জায়গায় একদা একদল ইঁদুর বাস করত। আর সেখানেই থাকত একটি হুলো বিড়াল। সেই বিড়ালের অত্যাচারে ইঁদুরেরা একসময় খুব অতিষ্ঠ হয়ে উঠল। তারা বুঝতে পারে যে একটা কিছু উপায় না করলে এবার বুঝি তাদের ঝাড়ে বংশে নির্মূল হতে হবে। এখন কি করা যায় তাই ঠিক করতে এক সভা বসল ইঁদুরের। সেই সভায় উপায় বাতলাতে যার যা মনে এল সে তাই বলে গেল, কিন্তু কারো প্রস্তাবই তেমন মনঃপূত হলো না। অবশেষে এক বিজ্ঞ ইঁদুর বলল, আমি বলি কি ঐ বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া হোক – তাহ’লে ঘন্টার আওয়াজ শুনেই আমরা সাবধান হয়ে যেতে পারবো।
সর্বসম্মতিক্রমে বিজ্ঞ ইঁদুরটির প্রস্তাবে সকল ইঁদুরই রাজী হয়ে গেল। কিন্তু এতক্ষণ ধরে এক বৃদ্ধ ইঁদুর চুপ করে বসে বসে সব শুনছিল। এবার আর সে চুপ করে থাকতে পারল না, বৃদ্ধ ইঁদুরটি বলল – আমার প্রবীণ বন্ধু যা বললেন, সে খুবই বুদ্ধির কথা বটে, বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিতে পারলে আমাদের ইষ্ট সিদ্ধ হয় ঠিকই, কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে ঐ ঘণ্টাটা বিড়ালের গলায় বাঁধতে যাবে কে ?
বৃদ্ধ ইঁদুরটির কথার গুরুত্ব ছিল। তাই বৃদ্ধ ইঁদুরটির কথা শুনে অন্যান্য ইঁদুররা আর কোনো উত্তর দিতে না পেরে একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগল।
ইঁদুরের পরামর্শ গল্পটির উপদেশ
ইঁদুরের পরামর্শ গল্পটির উপদেশ হল- “কোনো বিষয়ে প্রস্তাব দেওয়ার চেয়ে বিষয়টাকে বাস্তবে রূপায়িত করা বেশি কঠিন।”
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-