ঈশপের গল্প: খেলা

খেলা

অনেকগুলি ছোট ছেলে একটা পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ তাদের নজর পড়ল পুকুরের জলে অনেক ব্যাঙ ভেসে রয়েছে। ব্যাঙগুলিকে দেখে ছেলেরা এক মতলব করলো। এবং অদ্ভুত এক খেলায় মেতে উঠলো। ছেলেগুলো অনেক ঢিল কুড়িয়ে নিয়ে ব্যাঙদের লক্ষ্য করে ঢিল মারতে লাগলো। চিল লেগে কয়েকটি ব্যাঙ • মরেও গেল। একটি বয়স্ক ব্যাঙ তখন ছেলেদের উদ্দেশ্যে বললো – এতোক্ষণ তোমরা পুকুর পাড়ে নির্দোষ খেলা খেলছিলে। কিন্তু এবার যা তোমরা শুরু করলে একি খেলা নাকি?—হ্যাঁ, তোমাদের কাছে এটা খেলা মনে হচ্ছে বটে, কিন্তু আমাদের হচ্ছে এতে জীবননাশ!

উপদেশ : অন্যকে নির্যাতন করে যারা পৈশাচিক আনন্দ উপভোগ করে তাদের সাবধান করে দেওয়া দরকার।

একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-

ঈশপের গল্প সমগ্র

বলবান ও দুর্বল
সেয়ানে সেয়ানে
যেমন কর্ম তেমন ফল
অতি চালাকের গলায় দড়ি
এক শেয়াল ডালুকের গল্প
তিনটি ষাঁড় আর সিংহ
সিংহ ভেড়া আর নেকড়ে
এক যে ছিল কুকুর
সাপ ও বোলতা
১০মোরগ ও বেড়াল
১১গাধার গর্ব
১২বেঘোরে প্রাণ
১৩হাঁস যখন গান গায়
১৪খরগোশ আর কচ্ছপের গল্প
১৫সাপ ও কৃষক
১৬কাক আর রাজহাঁস
১৭কুকুর এবং তার ছায়া (প্রতিবিম্ব)
১৮শেয়াল ও সিংহ
১৯বড়াই
২০কাঁটার ঝোপে শেয়াল
২১এক ব্যাধ ও পোষা পায়রা
২২স্বার্থপর ঘোড়া
২৩মোরগ ও চোর
২৪নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা
২৫কাপুরুষ
২৬শুশুক ও বানর
২৭হাতের পাঁচ
২৮ডুমুর ও দাঁড়কাক
২৯ফোঁস করতে হয়
৩০গাধা, চাষী ও তার ছেলে
৩১পিতা এবং চার পুত্র
৩২শিয়াল এবং ছাগল
৩৩একচক্ষু হরিণ
৩৪এক ব্যাঙ ও এক সিংহ
৩৫সূর্য ও পবন
৩৬এক চাষী ও তার ছেলেরা
৩৭লোভের পরিণাম
৩৮ছাগল ও বাঘের গল্প
৩৯এক ছিল নেকড়ের ছানা ও এক যে ছিল রাখাল
৪০শিয়ালের শিক্ষা
৪১সারস ও কৃষক
৪২প্রকৃত বন্ধু
৪৩কপোত ও কাক
৪৪এক বাঁদরের গল্প
৪৫চালাকির সাজা
৪৬বুদ্ধিই বল
৪৭একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প
৪৮একটা ইঁদুর আর ব্যাঙের গল্প
৪৯এক সিংহ ও এক চাষী
৫০বিশ্বাসঘাতক নেকড়ে
৫১শিয়ালের চালাকি
৫২সোনালী মাছ
৫৩বার্ধক্যগ্রস্ত সিংহ
৫৪লম্বা লম্বা কথা বলা
৫৫ভাই বোন
৫৬সারস ও বাঘের গল্প
৫৭এক পাখি আর ব্যাধ
৫৮নেপোয় মারে দই
৫৯প্রতিফল
৬০একমনে কাজ করতে হয়
৬১ভাগ
৬২সিংহ ভাগ
৬৩ঘোড়ার ছায়া
৬৪ইঁদুরের পরামর্শ
৬৫মধুর কলস ও মাছি
৬৬একটি দাঁড়কাক ও অন্য কাকেরা
৬৭কাঠুরে ও জলদেবতা
৬৮একটি মুক্তো ও মুরগী
৬৯জাবনার পাত্রে কুকুর
৭০আগে আমাকে তোল
৭১রাজহাঁস এবং সোনার ডিম

Leave a Comment