ঈশপের গল্প সমগ্র থেকে লম্বা লম্বা কথা বলা গল্পটি এবং লম্বা লম্বা কথা বলা গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
লম্বা লম্বা কথা বলা
কোনো এক সময় এক শিকারী একবার ঘোড়ার পিঠে চড়ে সিংহ শিকারে বেরিয়েছিল। বনের মধ্যে এসে সে এক কাঠুরেকে জিজ্ঞাসা করল – আচ্ছা ভাই এই বনে সিংহ কোথায় থাকে বলতে পারো? সিংহের গুহাটাই বা কোন দিকে? গুহায় যাবার পথটা একটু দেখিয়ে দাও না ভাই ?
কাঠুরিয়াটি উত্তরে বলল – শুধু পথটা কেন? আসুন আমার সঙ্গে আমি আপনাকে সিংহটাকে দেখিয়ে দিচ্ছি।
কাঠুরের মুখে এই কথা শুনে, অশ্বারোহী শিকারীটির মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল। সে ভয়ে ঠক্ঠক্ করে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলল না, না সিংহ আমি দেখতে চাই না। আমি শুধু যে পথ দিয়ে সিংহ গুহায় যাতায়াত করে সেই পথটাই খুঁজছি!
লম্বা লম্বা কথা বলা গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “বড় বড় গালভরা কথা বলার আগে ভেবে বলা উচিত।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-