ঈশপের গল্প সমগ্র থেকে নেপোয় মারে দই গল্পটি এবং নেপোয় মারে দই গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
নেপোয় মারে দই
একদা একটা হরিণের দখল নিয়ে এক সিংহ আর এক ভালুকের মধ্যে জোর লড়াই হলো। লড়াই করতে করতে দু’জনেই জখম হয়ে পড়ল এমনকি তাদের নড়বার শক্তি পর্যন্ত রইল না। এরপর মৃতপ্রায় হয়ে তারা রাস্তায় পড়ে রইল।
এমন সময় এক খেঁকশিয়াল সেই পথ দিয়েই যাচ্ছিল। যেতে যেতে দুই মহাবীরের ঐ অবস্থা দেখে এবং একটা মৃত হরিণকে দুইজনের মাঝে পড়ে থাকতে দেখে। তখন ধূর্ত খেঁকশিয়ালটি মৃত হরিনটিকে কামড়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেলে।
এই দৃশ্য দেখেও সেই সিংহ ও ভালুক কিছুই করতে পারল না। কারণ তারা দুজনেই উত্থান শক্তি হরিয়েছিল। সিংহ ও ভালুক তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল ভাগ্য আর কাকে বলে? যে হরিণটা পাওয়ার জন্য আমরা লড়াই করে মরলাম, কিছু না করেই সেটা পেয়ে গেল একটা বজ্জাত খ্যাঁকশিয়াল।
নেপোয় মারে দই গল্পটির উপদেশ
গল্পটির উপদেশ হল- “নিজেদের মধ্যে গণ্ডগোল অপরের সুবিধা হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-