পিতা এবং চার পুত্র
একদা কোনো এক স্থানে এক পিতার চার পুত্র ছিল। এই চার ছেলের নিজেদের মধ্যে কোনো ভাব ছিল না। তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। তাই দেখে চিন্তিত পিতা তাদের শিক্ষা দেওয়ার জন্য একটা উপায় বার করলেন।
এরপর পিতা তার পুত্রের প্রত্যেককে একটা লাঠি আনতে বললেন। ছেলেরা তাই নিয়ে এল। পিতা তখন প্রত্যেকটা লাঠি একটা একটা করে নিয়ে ভেঙে ফেললেন। তিনি ছেলেদের আবার একটি করে লাঠি আনতে বলেন। ছেলেরা আবার লাঠি নিয়ে এল। তিনি চারটে লাঠি নিয়ে একটা বাণ্ডিল বাঁধেন। এবার ছেলেদের বাণ্ডিলটা ভাঙতে বলেন। প্রত্যেকই চেষ্টা করল কিন্তু কেউই বাণ্ডিলটা এবার ভাঙতে পারল না।
পিতা তখন ছেলেদের বললেন, ‘আশা করি, তোমরা এর মানে বুঝতে পেরেছ। তোমরা যদি এরকম ঝগড়াই করতে থাকো, তাহলে যে কেউ তোমাদের ক্ষতি করে দিতে পারে। আর একসাথে থাকলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’
তরপর সেদিন থেকে ছেলেরা মিলেমিশে থাকতে শুরু করল।
পিতা এবং চার পুত্র গল্পটির উপদেশ
পিতা এবং চার পুত্র গল্পটির উপদেশ হল “একতাই বল”।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-