ঈশপের গল্প সমগ্র থেকে গাধার গর্ব গল্পটি এবং গাধার গর্ব গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
গাধার গর্ব
একদা এক গাধার পিঠে এক দেবমূর্তি বসিয়ে শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথের মানুষেরা দেবতার উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম জানাচ্ছিল। তাই না দেখে গাধা ভাবল এ সম্মান মানুষজন তাকেই জানাচ্ছে। গর্বে স্ফীত হয়ে জব্বর ডাক শুরু করে দিল সে। তাছাড়া এক পাও সে আর সামনে এগোতে চাইল না। গাধার চালক তখন তাকে আচ্ছা করে লাঠির ঘা মারতে মারতে বলল – হতভাগা তুই ভেবেছিস কি? মানুষরা তোকে নমস্কার জানাচ্ছে? মানুষের এমন দুর্দিন এখনও আসেনি।
গাধার গর্ব গল্পটির উপদেশ
গাধার গর্ব গল্পটির উপদেশ হল- “মুর্খেরা না বুঝেই গর্ব করে।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।