ঈশপের গল্প সমগ্র থেকে সাপ ও বোলতা গল্পটি এবং সাপ ও বোলতা গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
সাপ ও বোলতা
একদা এক বোলতা এক সাপের মাথার ওপর বসে অনবরত তাকে হুল ফোটাচ্ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলই ভাবছিল, কি করে এর প্রতিশোধ নেওয়া যায়। কামড়াতে তো একে পারছি না। শেষে একটা গাড়ি আসতে দেখে বোলতাকে মারবার জন্য রেগেমেগে সে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ীর চাকার নিচে। আর গাড়ির চাকার চাপে সাপের মাথা একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেল। বোলতা উড়ে গেল।
সাপ ও বোলতা গল্পটির উপদেশ
সাপ ও বোলতা গল্পটির উপদেশ হল- “ক্রোধে বুদ্ধিভ্রম হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।