ঈশপের গল্প সমগ্র থেকে সারস ও কৃষক গল্পটি এবং সারস ও কৃষক গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
সারস ও কৃষক
এক ঝাঁক বকের উৎপাতে এক কৃষক একবার বড়ই বিপদে পড়ল। বকদের জন্য তার ধান ক্ষেতের ধান সব নষ্ট হতে বসল। অনেক চেষ্টা করে সে বকগুলোকে তাড়াতে পারে না। কতবার কতভাবে চেষ্টা করেছে, কিন্তু সেদিনকার মতো উড়ে চলে গেলেও পরদিন আবার তারা ঝাঁক বেঁধে ক্ষেতে এসে পড়ে। আর তার ধান নষ্ট হয়।
একদিন কৃষকের এক বন্ধু বলল, এভাবে হবে না ভাই। কেবল ক্যানেস্তারা পিটিয়ে আর ঢিল ছুঁড়ে বক তাড়ানো যায় না। আস্ত ঝাঁকটাকে ধরতে না পারলে ওরা তোমার ধান যেমন নষ্ট করছে তেমনই করবে।
বন্ধুর কথা শুনে একদিন কৃষক তার ক্ষেতে ফাঁদ পেতে রাখল। আর সেই ফাঁদে সবকটা বকই সেদিন ধরা পড়ল।
এখন, সেই বকের ঝাঁকে সেদিন একটা সারস পাখিও ছিল। ভাগ্য দোষে সেও বকদের সঙ্গে ধরা পড়ল।
সারস পাখি দেখতে বকের চেয়ে বড়। কৃষক প্রথমেই তার লম্বা গলা চেপে ধরল। রাগে তার চোখে তখন আগুন জ্বলছে। বিপদ বুঝতে পেরে সারস কৃষককে কাতর স্বরে মিনতি করে বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমায় তুমি ছেড়ে দাও। বকদের সঙ্গে বেরিয়েছিলাম, তখন যদি জানতাম যে তারা তোমার ক্ষেতের ধান নষ্ট করারা জন্য আসছে তাহলে আমি তাদের সঙ্গে কখনোই আসতাম না।
কৃষক বলল, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে আমি দুষ্ট বকগুলোর সঙ্গে যখন ধরেছি তখন তাদের সঙ্গে তোমাকেও সাজা পেতে হবে। ওরা এতদিন আমার অনেক ক্ষতি করেছে। পুরো ঝাঁকটারই গলা টিপে মারবো। যাতে কখনো কারুর ক্ষতি করতে না পারে। তোমাকেও আমি ছাড়ছি না। তোমারও শিক্ষা হওয়া দরকার।
সারস ও কৃষক গল্পটির উপদেশ
সারস ও কৃষক গল্পটির উপদেশটি হল- “দুষ্টু লোকের সঙ্গে থাকলে ভালো লোককেও শাস্তি পেতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-