ঈশপের গল্প সমগ্র থেকে সেয়ানে সেয়ানে গল্পটি এবং সেয়ানে সেয়ানে গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
সেয়ানে সেয়ানে
একদা এক সারস পাখিকে এক ধূর্ত শেয়াল তার বাড়িতে নেমতন্ন করলো। সারস নেমতন্ন রক্ষা করতে এলে শেয়াল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে দিল। একটি সারসের সামনে রাখল এবং অপরটি নিজে নিল। শেয়াল তার নিজের থালার ঝোল জিভ দিয়ে চক্ চক্ করে বেশ চেটেপুটে খেয়ে নিল। কিন্তু সারস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারলো না। অতএব পেটে ক্ষিদে নিয়েই তাকে ফিরে যেতে হলো। এরপর সারসও একদিন শেয়ালকে তার বাড়িতে নেমতন্ন করলো। শেয়াল নিমন্ত্রণ খেতে এলো। সারস সরু মুখ কুঁজোর মতো পাত্রে দুটি জায়গাতে পরিবেশন করল। কুঁজোর মধ্যে শেয়ালের মুখ ঢুকলো না। তাই সে কুঁজোর গা চাঠতে লাগলো। সার কিন্তু অনায়াসে কুঁজোর মধ্যে সরু ও লম্বা ঠোঁটটি নামিয়ে চো চো করে খেয়ে নিল। শিয়াল পেটের ক্ষিদে পেটে নিয়ে বিদায় নিতে যাবার সময় বললো – এটা কি হলো সারস ভাই, এ তোমার কি রকম ভদ্রতা? সারস তাকে বললো – কিছু মনে কোরো না ভাই। এই ভদ্রতা আমি যে তোমার কাছ থেকে শিখেছি। |
সেয়ানে সেয়ানে গল্পটির উপদেশ
ঈশপের গল্প সেয়ানে সেয়ানে গল্পটির উপদেশ হল- “ঢিল মারলে পাটকেল খেতে হয়।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।