ঈশপের গল্প সমগ্র থেকে সাপ ও কৃষক গল্পটি এবং সাপ ও কৃষক গল্পটির উপদেশ দেওয়া হল। যা পাঠ করলে তোমরা অনেক আনন্দ পাবে ও সেই সাথে গল্পটির উপদেশ জানতে পারবে।
সাপ ও কৃষক
শীতকাল। ক’দিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে। একটা সাপ ঠাণ্ডায় পথের উপর জমে। একেবারে হিম হয়ে পড়েছিল। এক কৃষক সেই পথ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ হিম হয়ে পড়ে থাকা সাপটা তার নজরে পড়ল।
মৃতপ্রায় সাপটাকে দেখে কৃষকের বড় মায়া হল। তখন সে সাপটাকে পথ থেকে নিজের বুকে তুলে নিয়ে জামা-কাপড় দিয়ে ভালো করে ঢেকে পথ চলতে লাগল।
এদিকে কৃষকের গায়ের তাপে নিজের অসাড় ভাব কেটে সাপের গায়ের স্বাভাবিক প্রবৃত্তি ফিরে আসতেই সে কৃষকের বুকে বসালো এক ছোবল। দুঃখে ও যন্ত্রণায় কৃষকের চোখে জল এলো।
মরবার আগে কৃষক নিজের মনেই দুঃখ করে বলল – মুর্খের মতো দুর্বৃত্তকে যেমন আমি দয়া করতে গেছিলাম, তারই ফলে আমাকে আজ প্রাণ হারাতে হলো।
সাপ ও কৃষক গল্পটির উপদেশ
সাপ ও কৃষক গল্পটির উপদেশ হল- “দুর্বৃত্তকে প্রশ্রয় দিলে বিপদ আসবেই।”
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-
ঈশপের আরোও গল্প পড়ুন
এরপর আমরা ঈশপের অন্য গল্পগুলি সম্পর্কে জানবো।